ওয়ানডেতে ওমানের বিশ্ব রেকর্ড

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ওয়ানডে সংস্করণের ৫৪ বছরের ইতিহাসে কখনই যা হয়নি তার দেখা মিলল ওমানের আল আল আমেরাতে ক্রিকেট গ্রাউন্ডে। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিতে সবগুলো উইকেটই নিলেন ওমানের স্পিনাররা। কোন পেসারকে দিয়ে বল করায়নি তারা। তবে ওমান-নামিবিয়া ম্যাচে যে রেকর্ড হয়েছে, তাতে ভেঙে গেছে বাংলাদেশের এক পুরোনো রেকর্ড।

আজ সোমবার ইতিহাসের প্রথম দল হিসেবে এই নজির স্থাপন করেছে ওমান। সিম বোলার ব্যবহার না করেই একটি বোলিং ইনিংস সম্পূর্ণকারী প্রথম দল হওয়ার পাশাপাশি কোনো সিমার ছাড়াই কোনো দলকে ওয়ানডেতে অলআউট করা দলও ওমান।

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর ম্যাচে ঘটে এই ঘটনা। যেখানে ৯৬ রানে গুটিয়ে ২ উইকেটে ম্যাচ হেরেছে নামিবিয়া।

স্পিন স্বর্গে ২৫ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ। অফ স্পিনার জয় ওলেন্দ্রা ও বাঁহাতি স্পিনার আমির কালিম পান দুইটি করে উইকেট। স্পিন বিষে এক পর্যায়ে ১৯ রানে ৪ উইকেট হারিয়েছিলো নামিবিয়া। সেখান থেকে ইয়ান নিকোল লফটি-ইটনের ৩০ রান কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। সহজ লক্ষ্যেও পরে কোনরকমে জিতে ওমান।

নামিবিয়ার ৩৩.১ ওভারের ইনিংসে ওমান একজনও পেসার ব্যবহার করেনি। এটি এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দীর্ঘ স্পিন-সর্বস্ব ইনিংস। নারী-পুরুষ মিলিয়ে চতুর্থ ঘটনা। পুরুষদের একদিনের আন্তর্জাতিকে, এর আগে সবচেয়ে দীর্ঘ স্পিন-সর্বস্ব ইনিংস ছিল মাত্র ৫.২ ওভার: নেপালের বিপক্ষে ৩৬ রান রক্ষা করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল টিমিল প্যাটেল এবং নোশথুশ কেনজিগের হাতে বল তুলে দিয়েছিল।

মহিলাদের ক্রিকেটে অন্য দুটি ঘটনাও ১০০ রানের কম স্কোর রক্ষা করতে ব্যর্থ হওয়ার পরিস্থিতিতে ঘটেছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।

২ ঘণ্টা আগে

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু এবারের সফরে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে সফরকারী দলটি। উইলিয়ামস বলেন, বাংলাদেশের মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৯ ঘণ্টা আগে

দারুণ জয় দিয়ে এএইচএফ কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

১১ ঘণ্টা আগে