দেশে ফিরেছে ক্রিকেট দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

ব্যর্থ দুটি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পরপর দুই সিরিজে বিধ্বস্ত হওয়া লিটন-শান্তরা সোমবার (২ জুন) দেশে আসেন। দুই ধাপে লাহোর থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

গতকাল সোমবার প্রথম ভাগ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পোঁছেছে আর দ্বিতীয় গ্রুপটি এসেছে রাতে। সফরে শুরুতে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও পরবর্তীতে তিন ম্যাচে রূপ নেয় সেটি।

জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে লিটন দাসের দল। পাকিস্তান সফরেও টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে দলটি। দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন খেলোয়াড়রা।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। লঙ্কান সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল শান্ত-লিটনরা।

দলের এমন অবস্থা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও ওপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে। পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতে উন্নতির চেষ্টা থাকবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

:বাংলাদেশ টেস্ট ক্রিকেটের -২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি ।

২ দিন আগে

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি।

৩ দিন আগে

মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয়ে গেছে আগেভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ২৪৭ রানের। পঞ্চম দিনে আর দুই সেশন খেলা বাকি আছে।

৪ দিন আগে