মিরাজদের সিরিজে ফেরার লড়াই আজ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ ওডিআিই সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে টাইগাররা।

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে এই ম্যাচে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে চারিথ আসালাঙ্কার দল।

প্রথম ম্যাচে ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এক পর্যায়ে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে দলটি। এমন এক লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং লাইনআপের দায়িত্বশীলতা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন।

এমন অবস্থায় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম প্রেমাদাসার উইকেটে ব্যাটিংয়ের কৌশল নিয়ে দিয়েছেন বাস্তবভিত্তিক পরামর্শ। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে। নতুন ব্যাটসম্যানদের একটু সময় নিয়ে ব্যাটিং করা, আর যারা সেট হবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’

প্রথম ম্যাচে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২ রান করেন ৬১ বলে। তবে দলের পরাজয়ে সেই ইনিংসও ব্যর্থতার ছাপ রাখতে পারেনি।

আজকের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কিছু পরিবর্তন আসছে। ইনজুরির কারণে দলের সেরা পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি পেটের সমস্যা ও পরে ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়ায়।

প্রেমাদাসার ধীর ও টার্নিং উইকেটে দুই স্পিনার নিয়ে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ। ফলে অভিষেকের ম্যাচেই খেলা বাঁ হাতি অফ স্পিনার তানভীর ইসলামকেও হয়তো বেঞ্চে বসতে হবে।

তবে সবচেয়ে বড় খবর হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে ডাগআউটে থাকবেন না প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আগেই নির্ধারিত চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে দুই দিনের জন্য গেছেন যুক্তরাজ্যে। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে অবহিত করেছিলেন তিনি। শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন আগামী ৭ জুলাই, তৃতীয় ওয়ানডের আগে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন এই বিজয়ী ফুটবলাররা। আর ফিরেই সোমবার সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

৩ দিন আগে

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

৫ দিন আগে

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে এই ম্যাচে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে চারিথ আসালাঙ্কার দল।

৫ দিন আগে

মিয়ানমারের নারীরা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। কিন্তু, মাঠে বাংলাদেশের মেয়েদের খেলা দেখে কে বলবে তারা পিছিয়ে আছে। বরং, মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ফেভারিটের মতো। ঋতুপর্ণা চাকমার গতির কাছে বারবার পরাস্ত হয়েছে স্বাগতিক নারীরা। শেষ পর্যন্ত ব্যবধান গড়েছেন ঋতুই।

৮ দিন আগে