স্পোর্টস ডেস্ক
কলম্বোয় গলের স্মৃতি ফিরিয়ে আনলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার উদারার বিদায়ের পর ১৫৭ রানের জুটি গড়েছিলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও উদারার বিদায়ের পর বড় জুটি গড়ে ফেলেছেন নিশাঙ্কা–চান্ডিমাল। ৯০ ছাড়িয়ে ১০০ দিকে যাচ্ছে তাঁদের জুটি। নিশাঙ্কা ৮৯ রান করে ফেলেছেন, চান্ডিমাল পেয়ে গেছেন ফিফটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল সাদামাটা। সেটি তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি লাগামহীন ঘোড়ার মতো ছুটতে শুরু করে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বিনা উইকেটে তোলে ৮৩ রান। বিরতি থেকে ফেরার পর লাগাম টেনে ধরেন তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনার ভাঙেন লঙ্কানদের ওপেনিং জুটি।
দলীয় ৮৮ রানে তাইজুলের স্পিনে বিভ্রান্ত হন লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত বদলে আউট দেন আম্পায়ার। বিদায় নেন ৪০ রান করা উদারা।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা খেললেন বাজবল ক্রিকেট। স্কোরবোর্ড বড় করার পরিকল্পনায় ব্যাটিং সহায়ক উইকেটে দ্রুত রান তুলেছেন এই দুই ব্যাটার।
লাঞ্চ বিরতির পর শুরুর জুটি ভেঙেছিলেন তাইজুল। তার পর থেকে প্রতিরোধ গড়ে খেলছেন পাথুম নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। ৩৬.৩ ওভারে চান্ডিমালকে এলবিডাব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। লঙ্কান ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন। রিভিউতে দেখা গেছে তাইজুলের বল পিচ করার পর লেগ স্টাম্প মিস করছে। ততক্ষণে অবশ্য পঞ্চাশ রান পার হয়ে গেছে এই জুটির।
৩০.৩ ওভারে নাঈম হাসানের বলে এলবিডাব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিলে দেখা গেছে বল ব্যাট স্পর্শ করে প্যাডে আঘাত করেছে। তাতে নষ্ট হয়েছে বাংলাদেশের একটি রিভিউ।
শুরু থেকে লঙ্কানদের দিশা দেখাচ্ছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। উদারা ফিরলেও ৭৯ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। দিনেশ চান্ডিমালকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় রয়েছেন। তাদের ব্যাটেই দ্রুত একশ ছাড়ায় শ্রীলঙ্কা।
২৪৭ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস
প্রথম দিনেই ৮ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু লেজের দিকে গতকাল থেকে প্রান্ত আগলে ছিলেন তাইজুল। দ্বিতীয় দিন দলের আশার আলো হয়ে ব্যাট করতে নামেন তিনি। সেই লক্ষ্যে ভালো চেষ্টাও করতে থাকেন। অন্যপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও ২২০ রান থেকে স্কোরটা প্রায় আড়াইশর কাছে নিয়ে গেছেন। তার প্রতিরোধেই বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে ৪৫ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পেরেছে। শেষ উইকেট হিসেবে দিনুশার বলে মেরে খেলতে গিয়ে ৩৩ রানে কাটা পড়েছেন তিনি। তাতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৪৭ রানে। তাইজুলের ৬০ বলের ইনিংসে ছিল ৫টি চার।
অবশ্য ২৪৭ রান কম মনে হলেও উইকেটের অবস্থায় সেটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। যা সম্ভব হয়েছে তাইজুলের কারণে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ ৩ উইকেটে ৫০ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ কলম্বো টেস্ট
কলম্বোয় গলের স্মৃতি ফিরিয়ে আনলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার উদারার বিদায়ের পর ১৫৭ রানের জুটি গড়েছিলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও উদারার বিদায়ের পর বড় জুটি গড়ে ফেলেছেন নিশাঙ্কা–চান্ডিমাল। ৯০ ছাড়িয়ে ১০০ দিকে যাচ্ছে তাঁদের জুটি। নিশাঙ্কা ৮৯ রান করে ফেলেছেন, চান্ডিমাল পেয়ে গেছেন ফিফটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল সাদামাটা। সেটি তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি লাগামহীন ঘোড়ার মতো ছুটতে শুরু করে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বিনা উইকেটে তোলে ৮৩ রান। বিরতি থেকে ফেরার পর লাগাম টেনে ধরেন তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনার ভাঙেন লঙ্কানদের ওপেনিং জুটি।
দলীয় ৮৮ রানে তাইজুলের স্পিনে বিভ্রান্ত হন লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত বদলে আউট দেন আম্পায়ার। বিদায় নেন ৪০ রান করা উদারা।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা খেললেন বাজবল ক্রিকেট। স্কোরবোর্ড বড় করার পরিকল্পনায় ব্যাটিং সহায়ক উইকেটে দ্রুত রান তুলেছেন এই দুই ব্যাটার।
লাঞ্চ বিরতির পর শুরুর জুটি ভেঙেছিলেন তাইজুল। তার পর থেকে প্রতিরোধ গড়ে খেলছেন পাথুম নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। ৩৬.৩ ওভারে চান্ডিমালকে এলবিডাব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। লঙ্কান ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন। রিভিউতে দেখা গেছে তাইজুলের বল পিচ করার পর লেগ স্টাম্প মিস করছে। ততক্ষণে অবশ্য পঞ্চাশ রান পার হয়ে গেছে এই জুটির।
৩০.৩ ওভারে নাঈম হাসানের বলে এলবিডাব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিলে দেখা গেছে বল ব্যাট স্পর্শ করে প্যাডে আঘাত করেছে। তাতে নষ্ট হয়েছে বাংলাদেশের একটি রিভিউ।
শুরু থেকে লঙ্কানদের দিশা দেখাচ্ছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। উদারা ফিরলেও ৭৯ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। দিনেশ চান্ডিমালকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় রয়েছেন। তাদের ব্যাটেই দ্রুত একশ ছাড়ায় শ্রীলঙ্কা।
২৪৭ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস
প্রথম দিনেই ৮ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু লেজের দিকে গতকাল থেকে প্রান্ত আগলে ছিলেন তাইজুল। দ্বিতীয় দিন দলের আশার আলো হয়ে ব্যাট করতে নামেন তিনি। সেই লক্ষ্যে ভালো চেষ্টাও করতে থাকেন। অন্যপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও ২২০ রান থেকে স্কোরটা প্রায় আড়াইশর কাছে নিয়ে গেছেন। তার প্রতিরোধেই বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে ৪৫ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পেরেছে। শেষ উইকেট হিসেবে দিনুশার বলে মেরে খেলতে গিয়ে ৩৩ রানে কাটা পড়েছেন তিনি। তাতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৪৭ রানে। তাইজুলের ৬০ বলের ইনিংসে ছিল ৫টি চার।
অবশ্য ২৪৭ রান কম মনে হলেও উইকেটের অবস্থায় সেটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। যা সম্ভব হয়েছে তাইজুলের কারণে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ ৩ উইকেটে ৫০ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ কলম্বো টেস্ট
আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদরা এখনো স্কুলে আছে। ওদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তাই স্কুল ক্রিকেটকে আমরা নতুনভাবে আয়োজন করব
১৩ ঘণ্টা আগেচার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ
১ দিন আগে২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন তিনি
২ দিন আগেপ্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের
৩ দিন আগেআগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদরা এখনো স্কুলে আছে। ওদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তাই স্কুল ক্রিকেটকে আমরা নতুনভাবে আয়োজন করব
চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ
২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন তিনি
প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের