বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক।

পরিচালকরা হলেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাহউদ্দিন। তবে তালিকায় নেই আকরাম খানের নাম।

চিঠিতে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়মসহ নানা অভিযোগ তুলে তাকে সভাপতির দায়িত্ব তো বটেই, পরিচালকের দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানান পরিচালকরা।

চিঠিতে দাবি করা হয়েছে, বিসিবিতে বিভিন্ন কমিটির প্রধান হিসেবে তারা নিজেদের মতামত দিতে পারছেন না। এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁদের মতামত নেয়া হয় না বলে অভিযোগ তাদের।

এরও আগে, দিনভর তার পদত্যাগের গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পদত্যাগ না করার সিদ্ধান্ত জানান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘পদত্যাগ করব না আমি, কোনো কারণ নেই। কেউ কোনো কারণ দেখাতেও পারেনি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে

১৯ ঘণ্টা আগে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়

৪ দিন আগে

ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল

৪ দিন আগে

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে হামজার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামজা চৌধুরী নেপালের বিপক্ষে স্কোয়াডে নেই।

৫ দিন আগে