সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পৌঁছে গেছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। যদিও ১ হাজার গোল করার লক্ষ্য পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের। তবে তিনি তা করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে নানা আলোচনা। এদিকে, অবসর নেওয়ার আগেই নিজের ছেলেকে তৈরি করছেন এই পর্তুগিজ সুপারস্টার।