মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী ঘোষণায় ট্রাম্পের উদ্যোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মার্কিন প্রশাসন আবারও মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার উদ্যোগে এগোচ্ছে। সোমবার (২৫ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেন—মিসর, লেবানন ও জর্ডানসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (FTO) বা বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার যোগ্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য।

জাতীয় নিরাপত্তা বিষয়ে হোয়াইট হাউস জানায়, মুসলিম ব্রাদারহুডের বিস্তৃত নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে অস্থিতিশীল কার্যক্রমে জড়িত এবং সন্ত্রাসমূলক তৎপরতায় প্রভাব রাখছে। প্রশাসনের অভিযোগ—সংগঠনটির কয়েকটি আঞ্চলিক শাখা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলায় উসকানি দিচ্ছে কিংবা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সহায়তা করছে।

নির্বাহী আদেশ অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি এবং প্রযোজ্য শাখাগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ জমা দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে আর্থিক লেনদেন, সম্পদ জব্দ এবং ভ্রমণ বিধিনিষেধসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই রিপাবলিকান ও অতি ডানপন্থি মহলে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার দাবি প্রবল। ট্রাম্প তার প্রথম মেয়াদেও এমন পরিকল্পনা নিয়েছিলেন; দ্বিতীয় মেয়াদ শুরুর পর বিষয়টি আবারও গুরুত্ব পায়। সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যও নিজস্ব পর্যায়ে ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

১৯২০–এর দশকে মিসরে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করা মুসলিম ব্রাদারহুড পরবর্তীতে বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করে। অনেক সময় গোপনে পরিচালিত হলেও আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্দোলন হিসেবে বিবেচিত হয় সংগঠনটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক শান্তিচুক্তি প্রস্তাব নিয়ে প্রথম ধাপের সমঝোতায় পৌঁছানো গেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনও কয়েকটি মূল বিষয়ে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে

১৩ ঘণ্টা আগে

মার্কিন প্রশাসন আবারও মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার উদ্যোগে এগোচ্ছে

১ দিন আগে

দীর্ঘদিনের নীরব বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান ট্রেডিং করপোরেশন (টিসিপি) বাংলাদেশমুখী এক লাখ টন চাল সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে

২ দিন আগে

তুরস্কের ভূমিকম্প প্রস্তুতিতে যুগান্তকারী অগ্রগতি, নতুন আগাম সতর্কতা ব্যবস্থা মাত্র কয়েক সেকেন্ডে সতর্ক বার্তা পাঠাচ্ছে

২ দিন আগে