জুলাই যোদ্ধা মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘যাচাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটির সদস্য সচিব মিঠুন ইসলাম জানান, ৫ ডিসেম্বর সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মাসুদের নামে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয়নি, বরং সংগঠনটির উদ্যোগ, ঐক্য ও সুনামও আঘাত পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি সরকারি বরাদ্দকৃত চাল উত্তোলনের টাকাকে কেন্দ্র করে মনগড়া গল্প ছড়ানো হয়েছে, যা সংগঠনের সর্বোচ্চ পাঁচ সদস্যের নেতৃত্বে সম্পন্ন প্রকৃত কার্যক্রমের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।

মিঠুন ইসলাম বলেন, “একজনকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও হেনস্তা করা হচ্ছে। সংগঠনের হিসাব ও কার্যক্রম সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়, এটি ব্যক্তিগত জবাবদিহিতার বিষয় নয়। যাচাইবিহীন প্রচারণা সরাসরি সম্মানহানি।” তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচার শুধু ব্যক্তির নয়, বরং শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্বার্থের বিরুদ্ধে।

সংগঠন সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যম, প্রশাসন ও দেশপ্রেমিক সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছে।

জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদ পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের পানিডুবি এলাকার বাসিন্দা। তিনি গত বছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় আহত হন এবং রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষীও ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। আত্মসমর্পণকৃত বনদস্যু ডন বাহিনীর পরিচয়ে ১০ জনের একদল সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

১০ ঘণ্টা আগে

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শালকী ব্রিকসের মালিক জাফর ইকবাল পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের সঙ্গে একই রকম। পাহাড়, হাওর ও চা-বাগান এলাকায় ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি, যার ফলে জনজীবনে অসুবিধা তৈরি হয়েছে।

১৩ ঘণ্টা আগে

‎খুলনার কয়রা উপজেলার নদী ভাঙন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং বাঁধের দুর্বলতার কারণে জলমগ্ন পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উপকূলীয় এই এলাকায় নদী ভাঙনের তীব্রতা বাড়ে। জলবায়ু পরিবর্তন, জোয়ার–ভাটার প্রকৃতি এবং নদীর গতিশীলতার কারণে ঝুঁকি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে