মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ডন বাহিনী

প্রতিনিধি
Thumbnail image
ছবি : সংগ্রহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। আত্মসমর্পণকৃত বনদস্যু ডন বাহিনীর পরিচয়ে ১০ জনের একদল সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

অপহৃত জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ(৫০), ইব্রাহিম হোসেন(৪৫), আনারুল ইসলাম(২২), নাজমুল হক(৩৪), শামিম হোসেন(৩৬), আনোয়ার হোসেন(৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়ার জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে দুই তারিখে পাশ সংগ্রহ করে তারা কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনে যায়। বনের মধ্যে তারা কাঁকড়া শিকারের জন্য রোববার সকালে তারা সুন্দরবনের মালঞ্চ নদীর একটি খালে অবস্থান করছিল।

একপর্যায়ে তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদেরকে ঘিরে ফেলে। প্রতি নৌকা থেকে একজনকে উঠিয়ে যাওয়ার পাশাপাশি বিকাশ (০১৭৪১৮৮২৬৫৭) নম্বর দিয়ে সেখানে মুক্তিপণের টাকা পাঠানোর নির্দেশ দেয়।

এসব জেলেরা আরও জানায়, পরিবারের সংসার চালাতে ধারদেনা সহ সমিতির ঋণ করে তারা বনে গিয়েছিল।

এখন চালান তুলতে না পারার পাশাপাশি মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে। প্রাতিজনের মুক্তিপণ বাবদ ডন বাহিনী ৫০ হাজার টাকা দাবি করেছে। এমন দুরবস্থার মধ্যে পড়ার থেকে মৃত্যু ভালো ছিল বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা নিচে রয়েছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি কোস্টগার্ডকেও একটু অবহিত করতে বলেছেন অপহৃত পরিবারের।

কোস্টগার্ড কৈখালী বিসিজি স্টেশন সূত্র জানান, ইতোমধ্যে বিষয়টি তারা শুনেছেন। অপহরণের শিকার জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানান, ডন বাহিনী ইতঃপূর্বে ২০১৮ সালে আত্মসমর্পণ করেছিল। কিন্তু বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর আলিফ ওরফে অলিম, রবিউল বাহিনীর মতো ডন বাহিনীও আগের মতো সুন্দরবনে দস্যুরা শুরু করেছে।

বাহিনী প্রধানের বাড়ি খুলনা হলেও তার দলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান, একই গ্রামের সফিকুল ইসলাম ওরফে ভেটো বনদস্যু ডন বাহিনীর হয়ে কাজ করছে এমন অভিযোগ অপহৃত পরিবারের।

তবে সফিকুল ইসলাম শাহাজান সুন্দরবনে থাকায় তাদের যোগাযোগ করা বা বক্তব্য নেয়া যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। আত্মসমর্পণকৃত বনদস্যু ডন বাহিনীর পরিচয়ে ১০ জনের একদল সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

১১ ঘণ্টা আগে

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শালকী ব্রিকসের মালিক জাফর ইকবাল পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের সঙ্গে একই রকম। পাহাড়, হাওর ও চা-বাগান এলাকায় ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি, যার ফলে জনজীবনে অসুবিধা তৈরি হয়েছে।

১৩ ঘণ্টা আগে

‎খুলনার কয়রা উপজেলার নদী ভাঙন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং বাঁধের দুর্বলতার কারণে জলমগ্ন পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উপকূলীয় এই এলাকায় নদী ভাঙনের তীব্রতা বাড়ে। জলবায়ু পরিবর্তন, জোয়ার–ভাটার প্রকৃতি এবং নদীর গতিশীলতার কারণে ঝুঁকি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে