বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
আপডেট : ১৯ মে ২০২৫, ২০: ৪৪
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘ পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ) সকালে অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের সকল স্তর থেকে অবদান রাখা জরুরি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে এই অবদান রাখতে হবে। তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ গতিশীলতা এবং স্বচ্ছতা আনার লক্ষ্যে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে বলে জানান উপাচার্য।

কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, গুণগত দক্ষতা বৃদ্ধি করতে পারলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশও উপকৃত হবে এবং এগিয়ে যাবে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলে লোকেশনগত কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন বক্তব্য প্রদান করেন। এসময় বেরোবি রেজিস্ট্রার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একুডেকশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করছে। বেরোবিকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে পারলে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীরাও এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। তিনি জানান, ডিজিট্যাল অ্যাটেনডেন্স সিস্টেম ব্যবহারের ফলে সমানুবর্তিতা চর্চার মাধ্যমে উপকৃত হবেন কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. আব্দুর রকিব। আইকিউএসি-এর উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

২০ ঘণ্টা আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৪ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৪ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৪ দিন আগে