বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের দাবিতে মশাল মিছিল

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে রোববার খোলা চিঠি দিয়েছে। এরপর রাত ৯টায় ববির গ্রাউন্ড ফ্লোর থেকে প্রতিবাদী মশাল মিছিল করে শিক্ষার্থীরা।

একাডেমিক শাটডাউন চলাকালে পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থী সুজয় শুভ।

কয়েকদিন আগে থেকেই ববিতে প্রশাসনিক শাটডাউন চলছে।

খোলা চিঠিতে বলা হয়, আমাদের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গত ২৬ দিন ধরে চলমান আন্দোলন এই অপেশাদার, মামলাবাজ, অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। এই দাবি আদায়ে আমরা শিক্ষার্থীরা সংঘবদ্ধ ও আপোষহীন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাদে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হয়েছে। সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেননি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পিছনে ফিরে যাওয়ার নূন্যতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপোষহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা সোমবার (১২ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি।

আন্দোলনরত শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে আমাদের খোলা চিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় জানান, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খোলা চিঠি পেয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সংহতি জানিয়েছি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে, যাকে শিক্ষক শিক্ষার্থী কেউ চায় না তাকে অনতিবিলম্বে সরিয়ে নিয়ে এই অচল অবস্থার দ্রুত সমাধান করুন।

এদিকে রাতে অনুষ্ঠিত প্রতিবাদী মশাল মিছিলটি ববি সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে। ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে এ কর্মসূচি হয়। এরপর ববির গ্রাউন্ডফ্লোরে সংক্ষিপ্ত সভা করে শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য দেন, সুজয় শুভ, ভূমিকা সরকার, রাকিন খান, ওয়াহিদুর রহমান, মোশাররফ হোসেন, নিশাত মালিহা ঐশী, শাহেদুর রহমান শাহেদ প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

২০ ঘণ্টা আগে

শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

২ দিন আগে

ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে

২ দিন আগে