দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : উপ-উপাচার্য

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন ও দলিত সংস্থার যৌথ উদ্যোগে এবং দাতা সংস্থা খ্রিস্টান এইডের সহযোগিতায় সোমবার (১২মে) ‍‍`Uplifting Vulnerable Communities Livelihood Pathway through Digital Access-II‍‍` প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৩.৫ শতাংশ হচ্ছে দলিত সম্প্রদায়ভুক্ত।

এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ছাড়া দেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। সকল শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করলেই একটি টেকসই ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পেশাকে ছোট করে দেখার মানসিকতা উন্নয়নের বড় অন্তরায়। উন্নত বিশ্বে পেশা নয়, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই মানুষকে মূল্যায়ন করা হয়। আমাদের সমাজেও সেই চর্চা গড়ে তুলতে হবে। সমাজে ভেদাভেদ দূর করে সকলের মধ্যে মানবিকতা জাগ্রত করতে হবে।

ডিজিটাল প্রবেশাধিকার প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তথ্যপ্রযুক্তি অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান ড. কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং খ্রিস্টান এইডের প্রতিনিধি ইয়েত্র মারিয়েন। সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলিত সংস্থার কর্মকর্তা আরবী সুলতানা।

দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে ‘সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক ক্যারিয়ার গাইডলাইন, সামাজিক ঐক্য ও সম্প্রীতি’ শীর্ষক সেশনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পেশাগত পরিকল্পনা এবং সামাজিক সংহতির গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনার তদন্তে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

১ ঘণ্টা আগে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী।

১ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর (২৫) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

২ ঘণ্টা আগে

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

৪ ঘণ্টা আগে