খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের তৃতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে ৪০টি গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর গবেষণার পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণার বরাদ্দও ক্রমাগত বাড়ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনেই এখন গবেষণার পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমাদের গবেষকদের অনেক গবেষণা আন্তর্জাতিক মানসম্পন্ন। এসব গবেষণার শোকেসিং হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

তিনি আরও বলেন, গবেষণায় মাল্টিডিসিপ্লিনারি ও কোলাবরেটিভ উদ্যোগের প্রতি শিক্ষকদের আগ্রহ বাড়ছে, যা সময়োপযোগী এবং আশাব্যঞ্জক। খুব শীঘ্রই এ ধরনের গবেষণায়ও পৃথকভাবে অনুদান দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় তিনি কেন্দ্রীয় গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি আরও অধিকমাত্রায় ব্যবহারের মাধ্যমে গবেষণার মান উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

তিনি বলেন, উন্নত বিশ্বে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ অনেক বেশি। আমাদের সীমিত সম্পদের মাঝেও গবেষকরা যে মানসম্পন্ন গবেষণা করছেন, তা প্রশংসনীয়। দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি গবেষণার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি গবেষণায় বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, গবেষণা প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন এবং যথাসময়ে এর সমন্বয় প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। বরাদ্দপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক নিশানা আফরিন নিশু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

২০ ঘণ্টা আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৪ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৪ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৪ দিন আগে