রাবির ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন বোরহান ও সাদিয়া

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ও সাদিয়া শারমিন রিও। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশিত ফলাফলের মেধা তালিকায় ১ম শিফটে বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ও ২য় শিফটে সাদিয়া শারমিন রিও প্রথম স্থান অর্জন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ৬টা ১০ মিনিটের দিকে ‘এ’ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পাবেন। এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। তিনি পরীক্ষায় ৮৫ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৪৬১২৯৭৪৬। তার বাবার নাম ফরিদুল আলম। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

এদিকে দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন সাদিয়া শারমিন রিও। তিনি পরীক্ষায় ৮৬ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৫৮২৪৬৬৪০। তার বাবার নাম এ এস এম শরিফুল আলম। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিষয়:

রাজশাহী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

১ দিন আগে

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

১ দিন আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভে ফেঁটে পরেছেন একদল শিক্ষার্থী। আজ রোববার দুপুরে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেন।

১ দিন আগে

শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ, জুলাই বিপ্লবে বাধা দেওয়াসহ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য উপাচার্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নুরুল হুদার বিরুদ্ধে আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

১ দিন আগে