কুয়েট ভিসির প্রতি শিক্ষক সমিতির অনাস্থা, পদত্যাগের আহ্বান

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তবর্তীকালীন উপাচার্য ড. মো. হজরত আলীকে দায়িত্ব পালনে অক্ষম হিসেবে আখ্যায়িত করে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে শিক্ষক সমিতি। দ্রুত তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

বুধবার (২১ মে) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানায় শিক্ষক সমিতি।

সভা শেষে এক প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের জায়গায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষক সমিতি মনে করেন তিনি দায়িত্ব পালনে অক্ষম। এমতাবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং চলমান সংকট দীর্ঘায়িত না করে শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর মহোদয়কে পদত্যাগ করার দাবি জানাচ্ছে।

‎একইসাথে সরকারের প্রতি কুয়েট বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

‎‎উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ড. মুহাম্মাদ মাছুদকে ভাইস চ্যান্সেলর থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং ১ মে ২০২৫ তারিখে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়। ‎ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আহ্বান জানালেন শিক্ষক সমিতি।। এর ফলে বিপাকে পড়েছেন সাড়ে ৭ হাজার শিক্ষার্থী। এখনও শুরু হয়নি নতুন ব্যাচের ক্লাস।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রেডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন। এতে তিনি কিছুটা আহত হন।

৬ ঘণ্টা আগে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তবর্তীকালীন উপাচার্য ড. মো. হজরত আলীকে দায়িত্ব পালনে অক্ষম হিসেবে আখ্যায়িত করে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে শিক্ষক সমিতি। দ্রুত তাকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন শিক্ষকরা।

৭ ঘণ্টা আগে

রংপুরের গঙ্গাচড়ায় একই প্রশ্নপত্রে তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়েছে। এতে অবাক হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। বিষয়টির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

২ দিন আগে