বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : খুবি উপ-উপাচার্য

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাল্টি-পারপাস রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

বক্তব্যের শুরুতে উপ-উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন চালুর শুরুর দিনগুলো, ডিসিপ্লিনের ধাপে ধাপে বিকাশ এবং শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের গুরুত্বপূর্ণ সময়। এখান থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা পরবর্তী জীবনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতাও একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ সালাহউদ্দিন মিনা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ সোহেল পারভেজ।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২০ ব্যাচের মোঃ মিজানুর রহমান ও ’২৪ ব্যাচের তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২১ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হক ও ’২৩ ব্যাচের শিক্ষার্থী ফারজানা মাহিন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে বেলা ১১টায় নবীনবরণ উপলক্ষ্যে ৩নং একাডেমিক ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

দেশের প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

২০ ঘণ্টা আগে

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

৪ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

৪ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৪ দিন আগে