নরসিংদী

এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম)। এবছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়েছে।
রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। এসময় অভিভাবকদের হাসিমাখা মুখ রীতিমতো উৎসব মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) থেকে ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়া সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারা দেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোন প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘শতভাগ পাসসহ দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে এ প্রতিষ্ঠানটি দেশসেরা। মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সার্বিকভাবে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এ সফলতা এনে দিচ্ছে।’ 
 
উল্লেখ্য, নরসিংদীতে মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে শহরের ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং তাঁর স্ত্রী মিসেস নাসিমা বেগমের নামে যৌথভাবে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠা হয়। বর্তমানে ১৬৪ জন তরুণ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৫০০ জন।

এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম)। এবছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়েছে।
রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। এসময় অভিভাবকদের হাসিমাখা মুখ রীতিমতো উৎসব মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) থেকে ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়া সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারা দেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোন প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘শতভাগ পাসসহ দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে এ প্রতিষ্ঠানটি দেশসেরা। মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সার্বিকভাবে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এ সফলতা এনে দিচ্ছে।’ 
 
উল্লেখ্য, নরসিংদীতে মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে শহরের ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং তাঁর স্ত্রী মিসেস নাসিমা বেগমের নামে যৌথভাবে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠা হয়। বর্তমানে ১৬৪ জন তরুণ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৫০০ জন।


প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার
২ দিন আগে
পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন
২ দিন আগে
আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়
২ দিন আগে
সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন
৩ দিন আগেপ্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার
পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন
আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়
সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন