সম্বলহীন পরিবারে বিরল প্রকৃতির রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা সংকট

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মায়ের গর্ভেই মস্তিষ্কে পানি জমার বিরল রোগ হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শা সিদ্দিকা (৮)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের আশেক আলী দম্পতির এই কন্যাশিশু জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে।

গত আট বছরে সর্বস্ব বিক্রি করে সন্তানের চিকিৎসা চালিয়েছেন বাবা-মা। বর্তমানে চিকিৎসকরা অপারেশনের জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে আয়শার।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত মাথার ওজন ও শ্বাসকষ্টে বিছানায় কাতরাচ্ছে শিশুটি। মা সুমি বেগম বলেন, অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এত টাকা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। মেয়ের চিকিৎসার আশায় ঋণ করে চাষাবাদ করেও লোকসানে পড়েছেন তারা।

হৃদয়বান কেউ এগিয়ে এলে সন্তানের চিকিৎসা সম্ভব হবে বলে আশাবাদী পরিবারটি। সহায়তা করতে ইচ্ছুকরা আয়শার মা সুমি বেগমের সঙ্গে যোগাযোগ করতে পারেন—মোবাইল: ০১৭৫৫২৫৯২৩৬।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

মায়ের গর্ভেই মস্তিষ্কে পানি জমার বিরল রোগ হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শা সিদ্দিকা (৮)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের আশেক আলী দম্পতির এই কন্যাশিশু জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে।

১ দিন আগে

সকালের শুরু থেকে রাত অবধি—ইন্টারনেট সার্ফিংয়ের প্রতিটি ধাপেই আমরা ভরসা করি একটি ছোট্ট সফটওয়্যারের ওপর ’ওয়েব ব্রাউজার’। অফিসের কাজ, বিনোদন, সোশ্যাল মিডিয়া—সবই চলে এই ডিজিটাল দরজার মাধ্যমে। অথচ বেশির ভাগ ব্যবহারকারীই জানেন না, তাদের ব্যবহার করা ব্রাউজারই হতে পারে ব্যক্তিগত গোপনীয়তার সবচেয়ে বড় হুমকি।

১১ দিন আগে

বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের এক ভাঙা ঝুপড়িতে দিন কাটাচ্ছেন গোকুল সরদার (৭৮) ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানী সরদার (৬০)। ছেঁড়া পলিথিনে মোড়ানো, হোগলা ও নারকেল পাতার বেড়ায় ঘেরা এই ঘরের অর্ধেক অংশই হেলে পড়েছে। সামান্য বাতাসে বা বৃষ্টিতে এটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৪ দিন আগে