সেই ১৯৪ কেজির বিশাল ভোল মাছ বিক্রি হলো ২ লাখ ৬০ হাজার টাকায়

প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৫
Thumbnail image
নাফ নদে জেলের জালে ১৯৪ কেজির ভোল মাছ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ শাহ পরীর দ্বীপে জেলেদের টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের বিশাল ভোল মাছ। আজ রোববার সকালে নাফ নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। এটি শাহ পরীর দ্বীপ কোনা পাড়ার বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন জালে আটকায়। স্থানীয় ভাষায় মাছটি 'বোল মাছ' নামে পরিচিত।

শাহ পরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ‘সকালে জেলেরা জাল ফেলার ঘণ্টাখানেক পর বিশাল মাছটি ধরা পড়ে। পরে রশি বেঁধে সেটি চরের ওপরে তোলা হয় এবং শাহ পরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। খবর পেয়ে শত শত লোক মাছটি দেখতে ভিড় জমায়।’

স্থানীয় মাঝি নুর মোহাম্মদ বলেন, ‘এত বড় বোল মাছ আগে কখনো ধরা পড়েনি। মাছটির দাম শুরুতে ৩ লাখ টাকা হাঁকা হয়েছিল। পরে স্থানীয় ব্যবসায়ী নুরুল আলম ২ লক্ষ ৬০ হাজার টাকায় কিনেছেন।’

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘শীত মৌসুমে সাধারণত ৫ থেকে ১৫ কেজি ওজনের বোল মাছ ধরা পড়ে। তবে সরকারের নিষেধাজ্ঞা মানার ফলে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। বড় মাছ ধরা পড়লে জেলেরা যেমন লাভবান হন, তেমনি সবাই এটি দেখে আনন্দ পান।’

মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর জানান, ‘মাছটি আড়াই লাখ টাকায় কেনা হয়েছে এবং বিক্রির জন্য মাইকিং করা হচ্ছে। অন্তত ১৫০০ টাকা কেজি দরে এটি বিক্রি হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

কেনাকাটা নিয়ে আরও পড়ুন

মাগুরা জেলার অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন ঘুল্লিয়া গ্রামের বিশালাকায় বটগাছটি। প্রায় এক একর জায়গা জুড়ে বিস্তৃত এই বটগাছটি কেবলমাত্র প্রকৃতির এক অনন্য সৃষ্টি নয়, বরং এটি স্থানীয় জনগণের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।

১১ ঘণ্টা আগে

নিত্যদিনের খাবার সংরক্ষণে একটি অপরিহার্য বৈদ্যুতিক যন্ত্র ফ্রিজ। বিশেষ করে ব্যস্ত মানুষদের জন্য প্রতিদিনের খাবার কেনা বা রান্না করার সেরা বিকল্প এই গৃহস্থালি পণ্য।

৩ দিন আগে

ইউরোপে গিয়ে নিজের ভাগ্য বদলাতে চেয়েছিলেন মো. হাবিবুল্লাহ নামে এক তরুণ। কিন্তু এ দেশ-ও দেশ ঘুরিয়ে দালালরা তাকে নিয়ে যায় লিবিয়ায়। সেখানেও এক দালালের হাত থেকে আরেক দালালের হাতে বদল হতে থাকেন। অবশেষে মুক্তিপণ দিয়ে ১০৪ দিন পর পরিবারের কাছে ফিরেছেন মাদারীপুরের এ তরুণ।

৪ দিন আগে