টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা ৩ মাস স্থগিত

আপিলের সিদ্ধান্ত দুদকের

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি মামলাটি তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে।

গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রমে তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান, মামলার অন্যতম আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তার দাবি, টিউলিপসহ মামলার অন্য আসামীরা এ আদেশের সুবিধা পাবেন না।

গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। মামলাটিতে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেনকেই আসামী করা হয়েছে।

এম এ আজিজ খান বলেন, ‘রাজউকের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন খসরুজ্জামান। টিউলিপ সিদ্দিকের যে প্লটগুলা রয়েছে সেগুলা অ্যালট (বরাদ্দ) করার জন্য মতামত দিয়েছিলেন। সেভাবে এই মামলায় অভিযুক্ত হয়েছেন। সেইজন্য উনিই শুধু এসেছিলেন মামলাটি কোয়াশ বা বাতিল করে দেওয়ার জন্য।’

ফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলাফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের আইনজীবী বলেন, ‘যেহেতু এটা শুধুমাত্র এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। তাই কোর্টকে বলেছিলাম এফআইআর বাতিল করা যায় না, ইনভেস্টিগেশন বন্ধ করা যায় না। একজনের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়ায় অন্য আসামিরা এ আদেশের বেনিফিট পাবেন না এবং অনুসন্ধান বাধাগ্রস্ত হবে না।’

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করবে বলেও জানান এই আইনজীবী।

দুদক জানায়, ঘটনার সূত্রপাত ১৯৬৩ সালে। সে বছর গুলশানের একটি ভবনের প্লট ডিআইটি থেকে বরাদ্দ পান একজন বিচারপতি। বরাদ্দের শর্ত ছিল, প্লট বিক্রি করা যাবে না। পরে এই প্লট আমমোক্তারের মাধ্যমে কয়েক হাত বদল হয়।

দুদকের অভিযোগ, শরিকদের দ্বন্দ্বের সুযোগ নেয় ইস্টার্ন হাউজিং। আমমোক্তারকে অবৈধ দেখিয়ে, প্লটটির বরাদ্দ নেয় এই হাউজিং কোম্পানি। এই চক্রান্তে সহায়তা করে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেন। অভিযোগ আছে, তারা কাজ করেছেন টিউলিপের নির্দেশে।

দুদক আরও অভিযোগ করে, টিউলিপ সিদ্দিকি তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে এই প্লট পাইয়ে দেয়। যার বিনিময়ে টিউলিপকে ১টি ফ্ল্যাট দেওয়ারও অভিযোগ করেছে সংস্থাটি।

ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক আইন উপদেষ্টা সেলিমের মৃত্যু হওয়ায় তাদের এ মামলায় আসামি করা হয়নি বলে সে সময় দুদক জানিয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরউদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেন

২ দিন আগে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন

২ দিন আগে

যখন র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমানকে আটকের বিষয়ে জানতে পেরেছেন, তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

২ দিন আগে

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

২ দিন আগে