শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছে ভারত সরকার। আর এবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

উসকানিমূলক, ভ্রান্ত ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে এসব চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এদিকে নিষিদ্ধের এই তালিকায় রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ এবং জিও নিউজের মতো বড় বড় সংবাদমাধ্যমও।

তবে সঙ্গে চমক জাগানো খবর—নিষিদ্ধের তালিকায় পড়েছে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ক্রিকেটভক্ত ভারতীয় দর্শকদের মধ্যে যার জনপ্রিয়তা কম ছিল না। মূলত ক্রিকেট বিশ্লেষণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ভিডিও বানালেও, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শোয়েবের চ্যানেলও এই পদক্ষেপের আওতায় পড়েছে।

ভারত সরকার জানিয়েছে, এসব ইউটিউব চ্যানেল থেকে ছড়ানো হচ্ছিল ভারতবিরোধী মনোভাব, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার, এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার চেষ্টা। তাই সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার পর, বিভ্রান্তিমূলক কনটেন্ট ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও শোয়েব আখতারের ভিডিও সামগ্রিকভাবে ক্রিকেটকেন্দ্রিক এবং রাজনীতির বাইরে ছিল, তবুও সেন্সিটিভ সময়ে সতর্কতার অংশ হিসেবেই তার চ্যানেলও ব্লক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে শোয়েব আখতার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

চট্টগ্রামের টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে দিনের শুরু কিছুটা ভালো হলেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। কিন্তু দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে অনেকটা নিজের জাদুবলেই স্পিনার তাইজুল ইসলাম তুলে নেন ৪ উইকেট।

১৩ মিনিট আগে

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছে ভারত সরকার। আর এবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

৬ ঘণ্টা আগে

চার বছর ধরে জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। ঘাসের বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের পরিচর্যায় ব্যস্ত মাঠকর্মীরা। সব ঠিক থাকলে এখানে দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী।

৮ ঘণ্টা আগে