শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছে ভারত সরকার। আর এবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

উসকানিমূলক, ভ্রান্ত ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে এসব চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এদিকে নিষিদ্ধের এই তালিকায় রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ এবং জিও নিউজের মতো বড় বড় সংবাদমাধ্যমও।

তবে সঙ্গে চমক জাগানো খবর—নিষিদ্ধের তালিকায় পড়েছে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ক্রিকেটভক্ত ভারতীয় দর্শকদের মধ্যে যার জনপ্রিয়তা কম ছিল না। মূলত ক্রিকেট বিশ্লেষণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ভিডিও বানালেও, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শোয়েবের চ্যানেলও এই পদক্ষেপের আওতায় পড়েছে।

ভারত সরকার জানিয়েছে, এসব ইউটিউব চ্যানেল থেকে ছড়ানো হচ্ছিল ভারতবিরোধী মনোভাব, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার, এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার চেষ্টা। তাই সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার পর, বিভ্রান্তিমূলক কনটেন্ট ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও শোয়েব আখতারের ভিডিও সামগ্রিকভাবে ক্রিকেটকেন্দ্রিক এবং রাজনীতির বাইরে ছিল, তবুও সেন্সিটিভ সময়ে সতর্কতার অংশ হিসেবেই তার চ্যানেলও ব্লক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে শোয়েব আখতার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

৩ দিন আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

৫ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৮ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৮ দিন আগে