নবদ্বীপে কুকুরদের প্রহরায় বাঁচল নবজাতক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
শীতের রাতে রাস্তার নবজাতকের প্রহরী কুকুররা।

ভোরের নিস্তব্ধতায়, শীতের আকাশে আলোর আগে, নদীয়া জেলার নবদ্বীপ শহরের রেলওয়ে কলোনির এক অন্ধকার কোণে ঘটল অদ্ভুত এক দৃশ্য। এক নবজাতক শিশুকে দেখা গেল ঠান্ডা মাটিতে পড়ে, ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর। তারা কোনো আক্রমণাত্মক আচরণ করছিল না; বরং নিখুঁত প্রহরায় শিশুটিকে রক্ষা করছিল।

স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল বলেন, “আমরা ভোরের প্রহরে ক্ষীণ কান্না শুনেছিলাম। প্রথমে ভাবিনি এটা কোন শিশুর কষ্ট। কাছে গেলে দেখলাম, শিশুটা মাটিতে পড়ে আছে আর চারপাশে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, যেন প্রহরী। পুরো দৃশ্যটা এখনও চোখের সামনে ভাসে।”

আরেক বাসিন্দা সুভাষ পাল জানান, “আমি ভেবেছিলাম আশপাশের বাড়িতে কোনো অসুস্থ শিশু আছে। কখনো কল্পনা করতে পারিনি, কোনো নবজাতক বাইরে পড়ে আছে এবং কুকুরেরা তাকে পাহারা দিচ্ছে। তাদের আচরণ সত্যিই অবাক করার মতো—নীরব, সতর্ক এবং মানবিক।”

স্থানীয় এক মহিলা, শুক্লা, ধীরে ধীরে এগিয়ে এসে কুকুরদের পাহারা ভেঙে শিশুটিকে নিজের ওড়না দিয়ে জড়িয়ে ধরেন এবং প্রতিবেশীদের সাহায্য নিয়ে দ্রুত প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে, পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা নিশ্চিত করেন, শিশুটির শরীরে কোনো আঘাত নেই; মাথার রক্ত জন্মদাগ থেকেই হতে পারে। পুলিশ ধারণা করছে, কলোনির কেউ রাতের আঁধারে শিশুটিকে এখানে ফেলে গেছে।

নবদ্বীপ থানার পুলিশ ও চাইল্ড হেল্প কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। শিশুটির নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রক্রিয়াও শুরু হয়েছে।

স্থানীয় এক রেলকর্মী বলেন, “আমরা প্রায়ই এই কুকুরগুলোর সঙ্গে সমস্যা করি। কিন্তু আজ তারা মানুষের চেয়ে বেশি মানবিকতা দেখিয়েছে। যে ব্যক্তি শিশুটিকে ফেলে গেছে, তার তুলনায় এই প্রাণীগুলো সত্যিই প্রেরণাদায়ক।”

শিশুটি নিরাপদে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর, কুকুরগুলো নীরবে ঘটনাস্থল ত্যাগ করে। নবদ্বীপের সেই ভোরের দৃশ্য—পরিত্যক্ত শিশুর চারপাশে নিঃশব্দ প্রহরা দিচ্ছে কয়েকটি কুকুর—সবার মনে মানবতার এক অদ্ভুত চিত্র ফুটিয়ে তুলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ভোরের নিস্তব্ধতায়, শীতের আকাশে আলোর আগে, নদীয়া জেলার নবদ্বীপ শহরের রেলওয়ে কলোনির এক অন্ধকার কোণে ঘটল অদ্ভুত এক দৃশ্য। এক নবজাতক শিশুকে দেখা গেল ঠান্ডা মাটিতে পড়ে, ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর। তারা কোনো আক্রমণাত্মক আচরণ করছিল না; বরং নিখুঁত প্রহরায় শিশুটিকে রক্ষা করছিল

৫ ঘণ্টা আগে

বিশ্বজুড়ে রাজনৈতিক নিপীড়ন, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে আশ্রয় চান। আশ্রয়ের আবেদন গৃহীত হলে প্রথম ধাপে পাঁচ বছরের Protection-Based Leave বা সুরক্ষামূলক বসবাসের অনুমতি দেওয়া হয়

৬ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে রুপির ওপর চাপ নতুন মাত্রায় পৌঁছেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়হার নেমে দাঁড়িয়েছে ৮৯.৭৩—যা এখন পর্যন্ত রুপির সর্বনিম্ন মান। মাত্র দুই সপ্তাহ আগের ৮৯.৪৯-এর রেকর্ডও এই দরপতনে ছাড়িয়ে গেছে

৬ ঘণ্টা আগে

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও মৃত্যুর গুজবের কারণে সরকারের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে

১ দিন আগে