রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সম্ভাব্য সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও মৃত্যুর গুজবের কারণে সরকারের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং এতে পাঁচ বা তার বেশি সংখ্যক মানুষের সমাবেশ, বিক্ষোভ, সভা, মিছিল, ধর্না ও অন্যান্য গণজমায়েত বন্ধ থাকবে। এছাড়া অস্ত্র, লাঠি, বিস্ফোরক, উস্কানিমূলক বক্তব্য, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, মোটরসাইকেলে পিলিয়ন রাইডিং ও লাউডস্পিকার ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াকার চীমার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসন নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সম্ভাব্য অস্থিতিশীলতা রোধের জন্য এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, বিভিন্ন গোষ্ঠী বড় সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা ও নরম টার্গেট লক্ষ্য করে সহিংসতার ঘটনা ঘটাতে পারে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। তিনি অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ পর্যন্ত পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারেননি। তার ছেলে কাসিম খান জানান, বাবার নিরাপত্তা ও অবস্থার বিষয়ে কোনো তথ্য জানার সুযোগ নেই এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত। তিনি আরও দাবি করেছেন, আদালতের নির্দেশ থাকলেও সরকারের কারণে সাক্ষাৎ বন্ধ রাখা হচ্ছে এবং ইমরান খানকে ‘ডেথ সেল’-এ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, ইসলামাবাদে পিটিআই’র খাইবার পাখতুনখাওয়া শাখার পরিকল্পিত বিক্ষোভও ১৪৪ ধারার কারণে বাতিল হয়েছে। প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের জনসমাবেশ অনুমোদিত নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। সাধারণ নাগরিকদের নিষিদ্ধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ১৪৪ ধারা লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী সোহেল আফরিদি আটবার চেষ্টা সত্ত্বেও আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছেন। ২৬ নভেম্বর তিনি অনুমতি না পেয়ে আদিয়ালা রোডে ১৬ ঘণ্টা অবস্থান ধর্মঘট করেছিলেন। দলের নেতারা অভিযোগ করছেন, সরকারের কারণে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত হচ্ছে, যা ইমরান খানের অবস্থাকে আরও অনিশ্চিত করে তুলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ভোরের নিস্তব্ধতায়, শীতের আকাশে আলোর আগে, নদীয়া জেলার নবদ্বীপ শহরের রেলওয়ে কলোনির এক অন্ধকার কোণে ঘটল অদ্ভুত এক দৃশ্য। এক নবজাতক শিশুকে দেখা গেল ঠান্ডা মাটিতে পড়ে, ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর। তারা কোনো আক্রমণাত্মক আচরণ করছিল না; বরং নিখুঁত প্রহরায় শিশুটিকে রক্ষা করছিল

৫ ঘণ্টা আগে

বিশ্বজুড়ে রাজনৈতিক নিপীড়ন, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে আশ্রয় চান। আশ্রয়ের আবেদন গৃহীত হলে প্রথম ধাপে পাঁচ বছরের Protection-Based Leave বা সুরক্ষামূলক বসবাসের অনুমতি দেওয়া হয়

৬ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে রুপির ওপর চাপ নতুন মাত্রায় পৌঁছেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়হার নেমে দাঁড়িয়েছে ৮৯.৭৩—যা এখন পর্যন্ত রুপির সর্বনিম্ন মান। মাত্র দুই সপ্তাহ আগের ৮৯.৪৯-এর রেকর্ডও এই দরপতনে ছাড়িয়ে গেছে

৬ ঘণ্টা আগে

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও মৃত্যুর গুজবের কারণে সরকারের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে

১ দিন আগে