সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসী আটক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সৌদিতে এক সপ্তাহব্যাপী তৎপর অভিযান চালিয়ে ১৭ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ১১ থেকে ১৭ ডিসেম্বর বিভিন্ন সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশব্যাপী তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৮০১ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী। অভিযানের পরবর্তী ধাপে ২০ হাজারের বেশি আইনভঙ্গীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৬৬১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৫০৯ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে।

অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মোট ২৯ হাজার ৭৭১ প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৯৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধ আশ্রয়ও জব্দ করা যেতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA) বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

৪ ঘণ্টা আগে

ভারতের কেরালার পালাক্কাদ জেলায় ‘বাংলাদেশি নাগরিক সন্দেহে’ এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত ব্যক্তি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

১ দিন আগে

সৌদিতে এক সপ্তাহব্যাপী তৎপর অভিযান চালিয়ে ১৭ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ১১ থেকে ১৭ ডিসেম্বর বিভিন্ন সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশব্যাপী তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সম্প্রতি এক সম্মেলনে অভিযোগ করেছেন, কিছু গোপন রাজনৈতিক মহল—যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে অভিহিত করেন—ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক সংঘাতে টেনে আনার চেষ্টা চাল

১ দিন আগে