সিডনিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

প্রতিনিধি
অস্ট্রেলিয়া
Thumbnail image
ছবি: প্রতিনিধি

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA) বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার (২১ ডিসেম্বর) সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় ABJA-র সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ-এর সঞ্চালনায় বক্তারা বলেন, এ হামলা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সাংবাদিকদের জীবননিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বক্তারা উল্লেখ করেন, দেশজুড়ে ভয়ভীতি সৃষ্টি করে সাংবাদিকতা দমন করার একটি সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে। একইসঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলার ঘটনা দেখিয়েছে—এটি কেবল গণমাধ্যম নয়, মুক্তচিন্তা ও সংস্কৃতির ওপরও আক্রমণ। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাও প্রশ্নবিদ্ধ।

সভায় তারা হাদি হত্যাকাণ্ড, গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যাচেষ্টার নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, দেশ-বিদেশের বিবেকবান মানুষ ও সাংবাদিক সমাজকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA) বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

৪ ঘণ্টা আগে

ভারতের কেরালার পালাক্কাদ জেলায় ‘বাংলাদেশি নাগরিক সন্দেহে’ এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত ব্যক্তি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

১ দিন আগে

সৌদিতে এক সপ্তাহব্যাপী তৎপর অভিযান চালিয়ে ১৭ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ১১ থেকে ১৭ ডিসেম্বর বিভিন্ন সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশব্যাপী তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সম্প্রতি এক সম্মেলনে অভিযোগ করেছেন, কিছু গোপন রাজনৈতিক মহল—যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে অভিহিত করেন—ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক সংঘাতে টেনে আনার চেষ্টা চাল

১ দিন আগে