শীর্ষ ব্রিটিশ আইনজীবীদের চোখে টিউলিপের বিচার ‘অন্যায়পূর্ণ’

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রভাবশালী আইনজীবীরা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলার প্রক্রিয়াকে ‘অন্যায়পূর্ণ, কৃত্রিম এবং সাজানো’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারা এই বক্তব্য জানিয়েছেন, যা পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে।

মামলাটির রায় ঘোষণা হবে সিদ্দিকের অনুপস্থিতিতে। প্রসিকিউশন সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দাবি করছে। টিউলিপ জানুয়ারিতে ব্রিটিশ সরকারের পদ থেকে পদত্যাগ করেন।

চিঠিতে সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কিসি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ উল্লেখ করেছেন, সিদ্দিককে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ সম্পর্কে জানতেও পারেননি এবং আইনজীবী নিয়োগের সুযোগও পাননি। চিঠিতে বলা হয়েছে, যে আইনজীবীকে তিনি নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দি করা হয়েছে, আর তার মেয়েকে হুমকিও দেওয়া হয়েছে। আইনজীবীরা লিখেছেন, “এই প্রক্রিয়া বিচার নয়; এটি সাজানো অভিযোগে কাউকে দোষী করার চক্রান্ত।”

সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগটি তার খালার প্রভাব ব্যবহার করে ঢাকায় জমি বরাদ্দ সংক্রান্ত। তিনি সবসময় অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বারবার আইনের শাসন ও ন্যায়ের গুরুত্ব তুলে ধরলেও বাস্তবে বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। আইনজীবীরা জোর দিয়ে বলেছেন, সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক ও সংসদ সদস্য হিসেবে অনুপস্থিতিতে ‘পলাতক’ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।

আগের অভিযোগের কারণে সিদ্দিক জানুয়ারিতে পদত্যাগ করেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সার লরি ম্যাগনাস তাকে নির্দোষ ঘোষণা করেছিলেন। তবে তিনি সতর্ক করেছিলেন, পারিবারিক দায়িত্বের কারণে সম্ভাব্য সুনামহানির ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা উচিত।

বাংলাদেশের হাইকমিশন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক শীর্ষ আইনজীবীরা ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং মামলার প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

সারা দেশে একযোগে ৮২৬ জন বিচারকের বদলি ও পদোন্নতির ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

৭ ঘণ্টা আগে

আগামী জাতীয় নির্বাচনের দিন দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট, যা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বিত হবে

১২ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রভাবশালী আইনজীবীরা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলার প্রক্রিয়াকে ‘অন্যায়পূর্ণ, কৃত্রিম এবং সাজানো’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারা এই বক্তব্য জানিয়েছেন, যা পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে

১২ ঘণ্টা আগে

দীর্ঘদিন নিয়োগ আটকে থাকার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সুযোগ সৃষ্টি হওয়ায় প্রার্থীদের আগ্রহ ছিল ব্যাপক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আবেদন যাচাই–বাছাই শেষ করে ২০২৬ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে

১৩ ঘণ্টা আগে