বিচার বিভাগে বড় প্রশাসনিক পুনর্বিন্যাস

একসঙ্গে ৮২৬ বিচারকের ব্যতিক্রমী রদবদল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সারা দেশে একযোগে ৮২৬ জন বিচারকের বদলি ও পদোন্নতির ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি ভিন্ন স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি ও নতুন পদায়নের আওতায় এসেছেন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলীকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে এবং সর্বোচ্চ ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন অথবা মাতৃত্বকালীন কিংবা বিদেশে অবস্থানজনিত ছুটিতে আছেন, তাদের ক্ষেত্রে ছুটি ও প্রশিক্ষণ শেষে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ব্যাপক রদবদলকে বিচার বিভাগের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

সারা দেশে একযোগে ৮২৬ জন বিচারকের বদলি ও পদোন্নতির ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

৭ ঘণ্টা আগে

আগামী জাতীয় নির্বাচনের দিন দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট, যা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বিত হবে

১২ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রভাবশালী আইনজীবীরা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলার প্রক্রিয়াকে ‘অন্যায়পূর্ণ, কৃত্রিম এবং সাজানো’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারা এই বক্তব্য জানিয়েছেন, যা পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে

১২ ঘণ্টা আগে

দীর্ঘদিন নিয়োগ আটকে থাকার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সুযোগ সৃষ্টি হওয়ায় প্রার্থীদের আগ্রহ ছিল ব্যাপক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আবেদন যাচাই–বাছাই শেষ করে ২০২৬ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে

১৩ ঘণ্টা আগে