বাংলাদেশ

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুসহ ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon
কিশোরগঞ্জ
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়ন যাচাই-বাছাইকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যাচাই-বাছাই শেষে হলফনামায় ত্রুটি, মামলার তথ্য গোপন, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্রে দলের চেয়ারম্যানের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন যাচাইয়ের সময় মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন না। তার পক্ষে কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি তার বিরুদ্ধে স্লোগান দেন ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, তিনি অতীতে দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ নেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ জেলার ১, ২ ও ৩ আসনে মোট ৩২ প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়ন বৈধ, ১৬ জনের বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
খাগড়াছড়িতে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত

বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি কেক কাটেন। একই উপলক্ষে ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও অনুরূপ আয়োজন করা হয়।  

খাগড়াছড়ি জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি

ছবি: প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে গাছ বোঝাই ঠেলাগাড়ি পারাপারের সময় পুরাতন আয়রন ব্রিজ ভেঙে পড়ে একজন আহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, বড় গাছ বোঝাই ঠেলাগাড়িটি ব্রিজ পারাপারের সময় আকস্মিকভাবে ভেঙে খালে পড়ে যায়। এতে ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হন। দুর্ঘটনার পর এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার বলেন, ব্রিজটি আগে থেকেই দুর্বল ছিল, কিন্তু গাছ ক্রেতা মাসুদ সরদার তা উপেক্ষা করে ব্রিজের ওপর দিয়ে গাছ নেন। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, জনসাধারণের চলাচলে বাধা না পড়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ফুয়াদের তিন দিনে ৩৯ লাখ টাকার অনুদান সংগ্রহ

আজিজুর রহমান মুছাব্বির
তেজগাঁওয়ে মুছাব্বীর হত্যা মামলা নথিভুক্ত

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানায় নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে মামলাটি করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি মামলার তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাব সংলগ্ন গলিতে দুর্বৃত্তদের গুলিতে মুছাব্বির নিহত হন। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

জাজিরায় বিস্ফোরণে বসতঘর ধ্বংস, যুবক নিহত

ছবি: সংগৃহীত

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

প্রতীকি ছবি

নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

0 Comments