পৌষের কনকনে শীত ও সবুজ প্রকৃতির টানে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চায়ের রাজ্য খ্যাত এই জেলায়।
সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, শ্রীমঙ্গলের চা-বাগান ও শমশেরনগর গলফ মাঠসহ বিভিন্ন স্পটে প্রতিদিনই পর্যটকের আনাগোনা রয়েছে। দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ভ্রমণে আসছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার সূত্র জানায়, গত দুই সপ্তাহে প্রায় ১০ হাজার পর্যটক উদ্যানে প্রবেশ করেছেন। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে হোটেল, রিসোর্ট ও পরিবহনসহ পর্যটনভিত্তিক ব্যবসা ভালো যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
টুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সব পর্যটন কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবনের সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও অন্যান্য অভ্যন্তরীণ দপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ও শহরের মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। প্রশাসক ড. বজলুর রশীদ বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তরের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি নগরীর রাস্তা প্রশস্ত হওয়ায় দ্রুত যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণের আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনার, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, আরডিএ চেয়ারম্যান, রাজশাহী ওয়াসা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান আছে। তিনি জনবহুল মোড়ে যানজট কমাতে ফুটওভার ব্রিজ ব্যবহারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহবান জানান। সভায় সড়ক ও উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তা নগরীর আধুনিকায়ন, ঢাকা বাস টার্মিনালের নওদাপাড়ায় স্থানান্তর এবং গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আলোচনা করেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সুন্দরবনসংলগ্ন লোকালয়ে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিকভ্রান্ত হয়ে সুন্দরবন থেকে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (চলতি দায়িত্বে) মো. ফজলুল হক জানান, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদীভাঙন ও খাদ্য সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়।
ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটি-এর ২০২৬-২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস/আজকের সময়) সভাপতি এবং পিনু শিকদার (চ্যানেল এস/দৈনিক সময়ের আলো) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহসান উল্যাহ (চ্যানেল এস) ও জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক)। সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম (গ্রীণ টিভি/নয়াকাল) ও মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কন্ঠ) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহবুব (দৈনিক সচিত্র) ও ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়) দায়িত্ব পেয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ, তথ্য সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্য নির্বাহী সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের মাধ্যমে ফেনী সাংবাদিক ইউনিটি জেলার সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।