খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম চার গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের টানা ১৩ দিনের প্রচেষ্টায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬শ ফুট উচ্চতার কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক উৎস থেকে পানি সরবরাহ করা হয়।
সেনা সূত্র জানায়, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম বিরোধী অভিযানে গিয়ে ওই এলাকার দীর্ঘদিনের পানি সংকটের বিষয়টি নজরে আসে। পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ইন্দ্রসিংপাড়া, শুকনাছড়ি, পাংকুপাড়া ও হাতিছড়া গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, কোনো ধরনের বিদ্যুৎ বা মোটর ছাড়াই প্রাকৃতিক উৎস থেকে পানি সরবরাহ করা হচ্ছে। এতে ৩৭৬টি পরিবার উপকৃত হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অতিথি লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি জনকল্যাণমূলক কাজেও নিয়োজিত। ২৩০ বছরের ঐতিহ্যসম্পন্ন এই বাহিনী বিভিন্ন দূর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ ও বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লে. কর্নেল কায়েস জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিন দিনে ভোটার ও শুভাকাঙ্খীদের কাছ থেকে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান সংগ্রহ করেছেন। ফুয়াদ বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে জানান, প্রার্থীর নির্বাচনি ব্যয়সীমা এই আসনে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা হলেও দেশ-বিদেশের সমর্থকদের উদ্দীপনায় তিনি তিন দিনের মধ্যে তা অতিক্রম করেছেন। তিনি বলেন, বিকাশে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা প্রাপ্ত হয়েছে। প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ আরও জানিয়েছেন, নির্বাচনী অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র স্বচ্ছতার জন্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে এবং প্রয়োজনে কমিশনের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত অনুদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার নির্বাচনি আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। ফুয়াদ নির্বাচনের খরচ সংক্রান্ত নিয়ম মেনে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটি হৃদয় রাজ রোমানের ছেলে এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করার পর দুপুরে তার চাচি তাসলিমা বেগম শিশুটিকে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পান। আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।