বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অফলস এঞ্জেলেস (বাফলা) এর অর্থায়নে ৪ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (৪ জানুয়ারি) বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শি বাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফলা চ্যারিটির নির্বাহী সদস্য ও ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফারুক হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতাউর। বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, প্রধান শিক্ষক মো. আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সমিতির মূল ভবনে সাধারণ সভা শেষে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকনকে অপসারণ করে অ্যাডভোকেট নাজিম উদ্দীন আলম খান পান্নাকে নির্বাচন সংক্রান্ত এডহক কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়। সভা শেষে একাংশ আইনজীবী সভাপতি লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের করে আনেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু। জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে গড়িমসির অভিযোগে বিএনপি ঘরানার আইনজীবীদের একটি অংশ এই সিদ্ধান্ত নেয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এডহক কমিটি দায়িত্ব পালন করবে। এ বিষয়ে সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। বর্তমানে কোনো বিরোধ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবীরের তুলনায় তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ দ্বিগুণেরও বেশি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জিন্নাহ কবীরের মোট সম্পদ ১ কোটি ৯২ লাখ টাকা, আর তাঁর স্ত্রীর স্থায়ী ও অস্থায়ী সম্পদ ৪ কোটি ৫৪ লাখ টাকা। হলফনামায় জিন্নাহ কবীর নিজেকে ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ উল্লেখ করে পেশা হিসেবে ব্যবসায়ী দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে, যার ছয়টি বিশেষ ক্ষমতা আইনে দায়ের। তিনি বছরে ব্যবসা থেকে ৭ লাখ টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। অস্থাবর সম্পদের হিসাবে তাঁর নামে একটি গাড়ি, স্বর্ণ ও নগদসহ মোট সম্পদের মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫৩ লাখ টাকা। স্থাবর সম্পদের ক্ষেত্রে জিন্নাহ কবীরের নামে কৃষিজমি ও একটি ফ্ল্যাট থাকলেও তাঁর স্ত্রীর নামে মানিকগঞ্জ পৌর এলাকায় ২ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের একটি ভবন রয়েছে। হলফনামায় আরও উল্লেখ করা হয়, স্বামী-স্ত্রীর নামে বেসিক ব্যাংকে আড়াই লক্ষাধিক টাকার ঋণ রয়েছে এবং সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে তিনি ৩০ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোছা: মঞ্জুয়ারা খাতুন (মৃত আব্দুল লতিফের কন্যা) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত আল আমিন ৪ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের ওপর হামলা চালান এবং কোদাল দিয়ে কুপিয়ে খালা ও ভাইকে গুরুতর আহত করেন। ঘটনার পর গ্রামবাসী অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করে মঙ্গলবার (৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।