রাজনীতি

ঢাকা-৯

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬
ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা


ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেতা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম পেশায় চিকিৎসক। তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা এবং দেশের বাইরে আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে ইতিমধ্যেই ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

রাজনীতি

আরও দেখুন
কর ফাঁকির মামলায় শীর্ষে থাকা প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া অনেক প্রার্থীর বিরুদ্ধেই বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলের কম-বেশি রাজনৈতিক মামলা রয়েছে। তবে সবাইকে পেছনে ফেলে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু দুর্নীতি আর কর খেলাপি মামলার শীর্ষে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় চাউর হওয়ার পর এনিয়ে দুই উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। নির্বাচনের পূর্বে বিএনপি থেকে ক্লীন ইমেজের প্রার্থী দেয়ার ঘোষনা দিলেও বরিশাল-২ আসনে দুর্নীতি আর কর ফাঁকির একাধিক মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে প্রতিদ্বন্ধীতার জন্য ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব প্রার্থীরা মনোনয়নপত্রের সাথে হলফনামা সংযুক্ত করেছেন। বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদের হলফনামা সূত্রে জানা গেছে, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। যারমধ্যে পাঁচটি মামলাই দুর্নীতি দমন কমিশন আইনে দায়ের হওয়া। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আয়কর ফাঁকির একটি মামলা রয়েছে। যা বর্তমানে উচ্চ আদালতে স্থগিত রয়েছে। এছাড়াও ইতিপূর্বে তার বিরুদ্ধে আটটি মামলা হয়েছিলো। যার তিনটিই আয়কর ফাঁকির মামলা। যা বর্তমানে নিষ্পত্তি হয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। অপরদিকে ৩ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। একটি সরকারি সংস্থার তথ্যমতে, আয়কর সংক্রান্ত জটিলতার কারনে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। করখেলাপীতে শ্রেষ্ট : বরিশাল-২ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ১০ জন প্রার্থীর মধ্যে কেহই কর খেলাপি মামলায় অভিযুক্ত না থাকলেও তিনি (সরফুদ্দিন) কর খেলাপি মামলায় সবার উপরে অবস্থান করছেন। ঢাকা কর অঞ্চল-৭ এর সার্কেল-১৩৩ কার্যালয় সূত্রে পাওয়া ২০১৪ সালের এক নথিতে জানা গেছে, করবর্ষ ১৯৯৯-২০০০ থেকে ২০০৭-২০০৮ করবর্ষ পর্যন্ত তার কাছে করদাবী ছিলো ৩৮ কোটি ৯১ লাখ ৬১ হাজার ৩৫২ টাকা। জরিমানা হয় ১৬৮ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ২৩৫ টাকা। তার কাছে মোট দাবী ২০৭ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৫৮৭ টাকা। এবিষয়ে বরিশাল-২ আসনের একাধিক প্রার্থীরা বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দুর্নিতী ও কর ফাঁকির মামলা সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে। সরকারের কোটি কোটি টাকা করখেলাপি হয়েও যদি নির্বাচনের সুযোগ পায় তাহলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকেনা। এবিষয়ে জানতে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর হলফনামায় দেওয়া (০১৭১১-৬৩২৫০৬) মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তাকে না পাওয়ায় কোন বক্তব্য নেওয়া যায়নি।  

বরিশাল জানুয়ারী ৩, ২০২৬ 0
এ বি এম আব্দুস সাত্তার এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী)

বিএনপিতে দুই গুরুত্বপূর্ণ নিয়োগ, একান্ত সচিব সাত্তার ও প্রেস সচিব সালেহ

ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নেত্রীমণ্ডলীর বৈঠকে জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

নির্বাচনের প্রস্তুতি: নির্বাচন কমিশনের নতুন রোডম্যাপ প্রকাশ
নির্বাচনের প্রস্তুতি: নির্বাচন কমিশনের নতুন রোডম্যাপ প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রোডম্যাপ প্রকাশ করেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই রোডম্যাপে নির্বাচন আয়োজনের বিস্তারিত সময়সূচি, প্রাথমিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ তৈরি এবং ভোট গ্রহণের কাঠামো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ইসি প্রমাণ করতে চেয়েছে যে, তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটকেন্দ্র সংস্কার, নির্বাচনী আসনের সীমা পুনঃনির্ধারণ, পর্যবেক্ষক নিবন্ধন, ইভিএম প্রস্তুতি ও নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ—সবকিছুই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কমিশনের দাবি, এসব কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের আস্থা ফেরানো ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। তবে এই রোডম্যাপ প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন দল এটিকে সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তাদের মতে, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং এই রোডম্যাপ একটি স্থিতিশীল নির্বাচনী পরিবেশ গঠনে সহায়ক হবে। অপরদিকে, বিরোধী দলগুলো রোডম্যাপকে একতরফা ও বিভ্রান্তিকর দাবি করে বলেছে—এটি শুধু সময়ক্ষেপণের কৌশল, যেখানে প্রকৃত সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেই। বিশেষজ্ঞদের মতে, রোডম্যাপ প্রকাশ করাই যথেষ্ট নয়, বরং বাস্তবায়ন প্রক্রিয়াই আসল চ্যালেঞ্জ। অতীতে দেখা গেছে, অনেক সময় রোডম্যাপে সুন্দর পরিকল্পনা থাকলেও বাস্তবে তা পূর্ণরূপে কার্যকর হয়নি। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা, রাজনৈতিক সহনশীলতা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে রোডম্যাপ কাগজে সীমাবদ্ধ থেকেই যাবে। নির্বাচনী পরিবেশ তৈরিতে কমিশনের করণীয় অনেক। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়া জরুরি, তেমনি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ওপর জনসাধারণের আস্থা নিশ্চিত করাও প্রয়োজন। কারণ একটি অবাধ নির্বাচন শুধু সময়সূচির ওপর নয়, বরং পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করে। নির্বাচন কমিশনের ভাষ্যমতে, আগামী ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে। তবে এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, পর্যবেক্ষক সংস্থাগুলোর অনুমোদন এবং নির্বাচনী আইন সংশোধন—এসব বিষয়ে কার্যকর অগ্রগতি প্রয়োজন। রোডম্যাপে এসব বিষয় যুক্ত থাকলেও বাস্তবে কতটুকু অগ্রগতি হবে, সেটাই এখন দেখার বিষয়। সাধারণ জনগণ এই রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও তারা চান এর বাস্তব প্রতিফলন। কারণ অতীতে নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ ও সহিংসতার কারণে মানুষ আস্থাহীনতায় ভুগেছে। একটি অংশগ্রহণমূলক, সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে। সবশেষে বলা যায়, নির্বাচন কমিশনের এই রোডম্যাপ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পারে, যদি তা কার্যকরভাবে বাস্তবায়ন হয় এবং সব পক্ষ এতে আস্থা রাখে। শুধু ঘোষণা নয়, দরকার সম্মিলিত প্রয়াস ও রাজনৈতিক সদিচ্ছা—যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মূল ভিত্তি হতে পারে।

আয়ান তাহরিম জুন ২৮, ২০২৫ 0
জাতীয় বাজেট ঘিরে সংসদে তুমুল বিতর্ক

জাতীয় বাজেট ঘিরে সংসদে তুমুল বিতর্ক

জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতি: প্রধান দলগুলোর নতুন কৌশল

২০২৫ সালে আওয়ামী লীগ অনুপস্থিতিতে রাজনৈতিক মঞ্চে ত্রিমুখী যুদ্ধ

বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে

বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশলগত অবস্থান নিচ্ছে, যার ফলে রাজপথে আবারও বিরোধ ও সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপি ও সরকারের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে, যেখানে একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনরায় জোরালো হচ্ছে, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাংবিধানিক ধারা অনুসরণে অনড়।   বিএনপি গত সপ্তাহে ঢাকায় একটি মহাসমাবেশ করে যেখানে দলটির শীর্ষ নেতারা স্পষ্টভাবে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন তারা মানবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে থাকবো।” বিএনপি’র নেতারা দাবি করেন, গত দুই নির্বাচনে ভোট ডাকাতি ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে জনগণের আস্থা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে।   অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘ষড়যন্ত্রমূলক’ বলা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে আবারও অস্থিরতা তৈরি করতে চায়। তারা জানে, জনগণের সমর্থন তাদের নেই, তাই ষড়যন্ত্র করছে।” তিনি আরও বলেন, “নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, কোনো আপস নেই।”   এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু রাজনৈতিক দল ও বিশ্লেষক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশন জানিয়েছে, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, “আমরা সকল দলকে সমান সুযোগ দেবো। কেউ যদি অংশ না নেয়, সেটা তাদের সিদ্ধান্ত।”   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপই একমাত্র সমাধান হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসিফুল হক বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ জরুরি। কিন্তু কোনো দল নির্বাচন বর্জন করলে গণতন্ত্র আবারও ক্ষতিগ্রস্ত হবে।”   এদিকে দেশের সাধারণ মানুষ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় উদ্বিগ্ন। ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা স্থিতিশীল পরিবেশ চান। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর উচিত হবে ক্ষমতার লড়াইয়ের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া।   আগামী মাসেই নির্বাচনকালীন সরকারের বিষয়ে স্পষ্ট অবস্থান নেবে বিএনপি এবং একাধিক জোট গঠনের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, দলীয় মনোনয়ন, প্রচার কৌশল ও মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালী করতে নিয়মিত বৈঠক করছে।   বাংলাদেশের রাজনীতি আবারো এক নতুন মোড় নিতে চলেছে। এখন দেখার বিষয়, আলোচনার পথে রাজনৈতিক সমাধান সম্ভব হয় কিনা, নাকি রাজপথই আবার হয়ে ওঠে সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দু।

তাসনিম ফারাহ জুন ২৬, ২০২৫ 0

সাত দলের বৈঠকে নতুন জোট গঠনের উদ্যোগ, নাম প্রস্তাব ‘গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট’

নতুন জোট গঠনের ঘোষণা দিল প্রধান তিন বিরোধী দল

0 Comments