আত্মহত্যা

ছবি: সংগৃহীত
ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান। মৃত্যুর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভ তার প্রেমসংক্রান্ত কিছু ঘটনার বর্ণনা দেন এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একপর্যায়ে অপমান, ভয়ভীতি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার শিকার হন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে বিভাগ গভীরভাবে শোকাহত। তাঁর ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সহপাঠীরা জানান, শুভ ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।  

_ জানুয়ারী ৪, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

খালেদা জিয়ার নীতি ও তারেক রহমানের ভাষায় কাজ করব: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জানুয়ারী ৭, ২০২৬ 0