ভেজাল সার

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম জব্দ, দু‘জনকে জরিমানা

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার তৈরি ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (৪ জনুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত সাড়ে চার ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বসানো হয়। এ সময় রবিউল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাস এবং আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, গোপন তথ্য ও কৃষকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দকৃত সার ও সরঞ্জাম কৃষি বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার বাজারজাত করা হচ্ছিল। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।    

_ জানুয়ারী ৫, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

খালেদা জিয়ার নীতি ও তারেক রহমানের ভাষায় কাজ করব: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জানুয়ারী ৭, ২০২৬ 0