বাংলাদেশ

শীতের আমেজে পর্যটকে সরব চায়ের রাজ্য মৌলভীবাজার

Icon
মৌলভীবাজার ,প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পৌষের কনকনে শীত ও সবুজ প্রকৃতির টানে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চায়ের রাজ্য খ্যাত এই জেলায়।
সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, শ্রীমঙ্গলের চা-বাগান ও শমশেরনগর গলফ মাঠসহ বিভিন্ন স্পটে প্রতিদিনই পর্যটকের আনাগোনা রয়েছে। দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ভ্রমণে আসছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার সূত্র জানায়, গত দুই সপ্তাহে প্রায় ১০ হাজার পর্যটক উদ্যানে প্রবেশ করেছেন। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে হোটেল, রিসোর্ট ও পরিবহনসহ পর্যটনভিত্তিক ব্যবসা ভালো যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
টুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সব পর্যটন কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
প্রতীকি ছবি
নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটি হৃদয় রাজ রোমানের ছেলে এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করার পর দুপুরে তার চাচি তাসলিমা বেগম শিশুটিকে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পান। আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

নালিতাবাড়ী,শেরপুর জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি:প্রতিনিধি

সুন্দরবনে থেকে উদ্ধারকৃত আহত বাঘটি শংকামুক্ত নয়, খুলনায় চিকিসা চলছে

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাউবোর বিলম্বের কারণে ১৫ হাজার হেক্টর জমির সেচ সুবিধা অনিশ্চিত

ছবি: প্রতিনিথি
সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের সহায়তা করা হয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে খুলনায় মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

নাটোর-২ আসনে স্ত্রী–স্বামীর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা, স্ত্রীর আয়ের উৎস নিয়ে বিতর্ক

ছবি: প্রতিনিধি

হলফনামায় কোনো তথ্য গরমিল নেই: সারজিস আলম

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। সোমনাথ দে বলেন, ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে বিভাজন ঘটাতে পারবে না, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্টের স্বীকার হয়েছেন, তাই ধানের শীষ প্রতিকের বিজয় দল ও দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    

মোরেলগঞ্জ, বাগেরহাট জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি:সংগৃহীত

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

মঈনুল ইসলাম খান শান্ত

বিপুল সম্পদের মালিক বিএনপির প্রার্থী শান্ত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে শৈত্যপ্রবাহ আগামী ৫ দিন চলবে

0 Comments