গুজব হলো সত্যি

সামান্থা ও রাজের ‘সাদামাটা’ প্রেমের ফাইনাল চ্যাপ্টার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিনোদন জগতের একটি বড় খবর সোমবার (১ ডিসেম্বর) ভোরে প্রকাশ্যে এল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের গোপন বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়েছেন।

কথিত জাঁকজমক বা ধুমধাম ছাড়াই, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। সামান্থা নিজের ইনস্টাগ্রামে শুধু বিয়ের তারিখ, ‘১ ডিসেম্বর ২০২৫’, উল্লেখ করেছেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিবাহের দিন সামান্থা লাল বেনারসি শাড়িতে সেজেছিলেন, হাতে মেহেন্দি ও সোনার গহনা, ন্যূনতম মেকআপে সরল সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। রাজ নিদিমোরু ছিলেন ধবধবে সাদা পাঞ্জাবি এবং ঘিয়ে রঙের কোটে, হাতে হাত রেখে একসঙ্গে হাসিমুখে অনুরাগীদের সুখবর দিয়েছেন। এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে বিপুল আলোচনা শুরু হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামান্থা ও রাজের পেশাগত সম্পর্কও দীর্ঘদিনের। সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে অভিনয় করেছেন, যেখানে রাজ ছিলেন পরিচালক। তাদের নতুন প্রজেক্টে, নেটফ্লিক্সের সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’, রাজ সহ-স্রষ্টা ও প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

সামান্থার পূর্ববর্তী বিবাহ ছিল অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ২০১৭ সালে, যা ২০২১ সালে বিচ্ছেদে শেষ হয়। রাজ নিদিমোরু ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্যামালি দে-র সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কয়েকদিন আগে সামান্থা নিজের সুগন্ধি ব্র্যান্ড সিক্রেট আলকেমিস্ট’ উদ্বোধনের অনুষ্ঠানে রাজের সঙ্গে দেখা গেছে। সেখানে প্রকাশ্যে তাঁরা একে অপরকে আলিঙ্গন ও হাসিমুখে পোজ দিয়েছেন। সেই ছবি ও উপস্থিতি থেকে তাদের সম্পর্কে গুঞ্জন আরও জোরালো হয়। এবার সেই গুঞ্জন সত্যে পরিণত হলো।

শুটিং ফ্লোরের বন্ধুত্ব ও পেশাগত ঘনিষ্ঠতা অবশেষে রূপ নিয়েছে বাস্তব জীবনের পথে। নতুন জীবন শুরু করার মাধ্যমে সামান্থা ও রাজ শুধুমাত্র রুপালি পর্দার জুটি নন, বরং বাস্তবেও একই ছাদের তলায় সংসার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিনোদন নিয়ে আরও পড়ুন

বিনোদন জগতের একটি বড় খবর সোমবার (১ ডিসেম্বর) ভোরে প্রকাশ্যে এল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের গোপন বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়েছেন

১ দিন আগে

জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা আবারও আলোচনার কেন্দ্রে। ‘দাগি’ সিনেমার পর সম্প্রতি তিনি থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সরাসরি উপভোগ করেছেন। ১১ দিনের এই ট্যুরে তমা ঐতিহ্যবাহী থাই পোশাক পরে তোলা স্থিরচিত্রের মাধ্যমে তার ভ্রমণকে স্মরণীয় করেছেন।

২ দিন আগে

ঢাকার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছোট মেয়ে ঐশীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নজর কাড়েন। এরপরই শুরু হয় নতুন সিনেমা সংক্রান্ত গুঞ্জন। সূত্রের খবর, অভিনেতা রাজশাহীতে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন

৩ দিন আগে

২৪ নভেম্বর বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, ৯০তম জন্মদিনের ঠিক আগেই।দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য কালজয়ী সিনেমা রেখে গেছেন তিনি। মৃত্যুর পরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আনুমানিক ৪০০ কোটি রূপির সম্পত্তি কিভাবে ভাগ হবে

৩ দিন আগে