আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ :

দীর্ঘ অপেক্ষার অবসান, ভক্তদের উচ্ছ্বাসে মুখর সামাজিক মাধ্যম

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর আবারও ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমি এবার আনছেন সিজন ৫, আর এই খবরে যেন উৎসব শুরু হয়ে গেছে নাটকপ্রেমীদের মধ্যে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি জরিপের মাধ্যমে দর্শকদের সামনে দুটো বিকল্প উপস্থাপন করেন অমি- একটি ছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’, অন্যটি নারী চরিত্রভিত্তিক নতুন ধারাবাহিক ‘ফিমেল ৫’। ভোটের ফলাফল ছিল একচেটিয়া- দুই লক্ষাধিক মন্তব্যের মধ্যে প্রায় ৯০ শতাংশই ব্যাচেলর পয়েন্টের পক্ষে।

এই প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ আজও দর্শকের কাছে কতটা প্রিয়।

এ প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, গত আড়াই বছরে যত পোস্ট দিয়েছি, কমেন্ট বক্সে বারবার ফিরে এসেছে একটি প্রশ্ন— ‘কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫?’ দর্শকের এই ভালোবাসা উপেক্ষা করা যায় না, তাই ফিরছি আবার।

নতুন সিজনের পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। যদিও এখনও নির্দিষ্ট প্রচারের তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আগের সিজনগুলোর মতো এবারও থাকছে একঝাঁক জনপ্রিয় মুখ। এর মধ্যে আছেন- মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, সানজানা সরকার এবং ফারিয়া শাহরিন।

তবে এবার দর্শকদের কৌতূহলের কেন্দ্রে একটি প্রশ্ন- এই সিজনে কি থাকছে নতুন কোনো চমক বা চরিত্র?

এই প্রশ্নের জবাবে অমি এখনও মুখ খুলেননি, তবে ধারণা করা হচ্ছে, দর্শকদের জন্য বেশ কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে।

২০১৮ সালে প্রথম প্রচার শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। তরুণদের জীবনধারা, বন্ধুত্ব, প্রেম, হাসি-কান্না ও নানা সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত এই নাটক অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায়। সামাজিক মাধ্যমে এর সংলাপ, চরিত্র ও কাহিনিগুলো ভাইরাল হয়ে যায়, তৈরি হয় দারুণ ফ্যানবেস।

আর তাই এই নাটকের নতুন সিজন মানেই যেন হাজারো ভক্তের চোখে নতুন আশার আলো।

দর্শকেরা এখন শুধু অপেক্ষায়- কবে, কখন এবং কোন প্ল্যাটফর্মে দেখা যাবে বহু প্রতীক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’?

নির্মাতা নিশ্চয়ই সেই অপেক্ষারও শিগগিরই অবসান ঘটাবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টেলিভিশন নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

১ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

২ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

২ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে