সৈয়দপুরে পুরোদমে চলছে আমন ধান কাটা মাড়াইয়ের কাজ

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চলতি মৌসুমের আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে পুরোদমে। অনুকূল আবহাওয়া এবং কৃষি উপকরণের সহজলভ্যতার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় এবার ধানের ফলন আশানুরূপ হয়েছে। ফলে কৃষক-কৃষাণীদের মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে।

সরজমিনে কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের বিভিন্ন ক্ষেত পরিদর্শন করলে দেখা যায়, কৃষকরা ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছেন বা বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেকেই বাড়ির উঠান, খুলি বাড়ি, চাতাল ও গ্রামের পাকা সড়কে ধান ঝাড়াই ও মাড়াইয়ে ব্যস্ত। কৃষি শ্রমিকদের সঙ্গে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটাছাট, বহন ও মাড়াইয়ের কাজ করছেন। কেউ কেউ ধান সিদ্ধ করে উঠানে শুকাচ্ছেন, ফলে ফুরসতের সময় কম।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কামারপুকুর ইউনিয়নের দলুয়ার কৃষক রুহুল আমিন জানান, এবারে তিনি প্রায় ৪০ দোন জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করেছেন। ইতিমধ্যে তার সব জমির ধান কেটে শুকানোর পর বাড়িতে নিয়ে এসেছেন। একই এলাকার কৃষক একরামুল হক জানান, নতুন ধান বিক্রি করে ভালো দাম পেয়েছেন।

সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এবার ৮,১১৬ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। এর মধ্যে উফশী জাতের ৭,৩১৫ হেক্টর, হাইব্রিড জাতের ৮০০ হেক্টর এবং স্থানীয় জাতের এক হেক্টর জমি ছিল। চাষাবাদ বাস্তবায়িত হয়েছে ৮,১২০ হেক্টরে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর কৃষি বøকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. মমিনুর মোস্তফা জামান জানান, এবারের আমন আবাদে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। তার এলাকার একটি প্রদর্শনী প্লটে ব্রি-ধান ৭৫ কর্তন করে হেক্টরে প্রায় ৪.৬ মেট্রিক টন ফলন হয়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন জানান, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষক-কৃষাণীদের পাশে থেকে পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। রোগ-বালাইও অপেক্ষাকৃত কম হওয়ায় এবারের ধানের ফলন আশানুরূপ হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে উপজেলার বেশির ভাগ আমন ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে এবং সপ্তাহখানেকের মধ্যে পুরো উপজেলার ধান কাটা-মাড়াই শেষ হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

কৃষি ও পরিবেশ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

১ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ দিন আগে