জামালপুর পৌরসভার গাড়ি নিয়ে ঢাকাতে ডিডিএলজি

প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪: ৪৬
Thumbnail image
মৌসুমী খানম

জামালপুর পৌরসভার গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কিত অবস্থানে পড়েছেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম। জানা গেছে, তিনি গাড়িটি ব্যবহার করে রাজধানী ঢাকায় এক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

এর আগে একই গাড়িতে চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত এক প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছিলেন। ওই সময় তার সঙ্গে তার শিশু সন্তান ও মা ছিলেন। প্রতিটি সফরে তিনি কয়েক দিন অবস্থান করেছিলেন।

তথ্য অনুসারে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাড়িটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টায় তিনি ঢাকায় পৌঁছান এবং সরকারি রেস্ট হাউজে অবস্থান করেন। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের পর আবার রাতের ওই রেস্ট হাউজে অবস্থান করে শুক্রবার সকালে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রন আইন-২০১৫ অনুযায়ী গাড়ি জেলার বাইরে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি চাইলেও আমার দপ্তরের গাড়ি জেলার বাইরে নিতে পারি না। এটি করতে গেলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে জানাতে হবে। অনুমতি ছাড়া এটি আইন লঙ্ঘন হয়।”

গাড়ির চালক শান্ত মিয়া মোবাইল ফোনে জানান, “আমরা এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর আগে কক্সবাজার যাওয়া হয়েছিল।” জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “ডিডিএলজি স্যার ঢাকায় প্রশিক্ষণে গিয়েছেন, কোন গাড়িতে গেছেন তা আমার জানা নেই।”

মৌসুমী খানম মোবাইল ফোনে জানিয়েছেন, “আমি আমার শিশু সন্তানদের জামালপুরে রেখে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। প্রশিক্ষণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যেখানে ডিডিএলজি ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছি। ঢাকায় গাড়ি আনার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি এবং অনুমতি পেয়েছি।” জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। খোঁজ নিয়ে জানাব।”

উল্লেখ্য, গাড়ি ব্যবহার সংক্রান্ত অভিযোগ ছাড়াও মৌসুমী খানমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। পৌরসভার সাবেক প্রশাসকের সময়ে বদলী হওয়া কয়েকজন কর্মচারীকে তিনি পৌরসভায় পুনর্বদলী করেছেন, যা শহরবাসী এবং বাকি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাচারের চেষ্টা করার সময় ৪ হাজার কেজি (৪ মেট্রিক টন) ডিএপি সার পুলিশ জব্দ করেছে। ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায়।

২৫ মিনিট আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩২ মিনিট আগে

বরিশালের গৌরনদী–মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সাহেবের চর–কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উত্তেজিত জনতা হামলা চালিয়ে পুরো আয়োজন ভণ্ডুল করে দিয়েছে। উপদেষ্টা উপস্থিত হওয়ার আগেই অনুষ্ঠানের চেয়ার, প্যান্ডেল এবং সেতুর নামফলক ভেঙে ফেলায় কার্যক্রম স্থগিত হয়ে যায়।

২ ঘণ্টা আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে সাতক্ষীরা শহর শাখা ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

২ ঘণ্টা আগে