সবচেয়ে কম বেতনের চাকরির জন্য সবচেয়ে বেশি টাকা খরচ হয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সবচেয়ে কম বেতনের চাকরিতে যেসব লোক কাজ করে তারা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খরচে পড়ে। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “১০ জনকে নেওয়া হবে, কিন্তু ১০ হাজার লোক সেই চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, কারণ এখানে কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। অথচ দক্ষ জনশক্তির চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে প্রচণ্ড। অনেক সময় আমরা যে দক্ষতা প্রদান করি, তার আসল চাহিদা তেমন নেই। বাজারের সঙ্গে একটি কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা কিছু দেশ যেমন কানাডা ও জাপানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যেখানে তাদের প্রতিষ্ঠান এখানে এসে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থানীয়দের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেবে। রংপুরের বিদ্যমান ইনস্টিটিউটের সাধারণ কোর্স বাতিল করে তারা সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেবে।”

স্কিলড ম্যানপাওয়ারের চাহিদা ও বেতনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা উল্লেখ করেন, “আমাদের দেড় কোটি মানুষ বিদেশে রয়েছেন, যার মধ্যে প্রায় কোটি কর্মী। আমাদের রেমিট্যান্স অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে যদি তারা স্কিলড হতো, তবে রেমিট্যান্স আরও দ্বিগুণ বা তিনগুণ হতে পারত।”

উপদেষ্টা ভাষার গুরুত্বকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “সম্প্রতি জাপানে গেলে দেখলাম, একজন রাষ্ট্রদূত যিনি জাপানি ভাষা জানেন, তিনি আমাকে বললেন, যাদের এন-ফোর জাপানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা আছে, তাদের তালিকা পাঠান। তারা জাপানে সহজে ভর্তির সুযোগ পাবে, সেখানে সপ্তাহে ২৮ ঘণ্টা কাজ করে খাবার-থাকা ও শিক্ষার খরচ মেটাতে পারবে। জাপানে বেতন অত্যন্ত বেশি। একইভাবে কোরিয়ান বা আরবি ভাষা জানলে মধ্যপ্রাচ্যে বা এশিয়ায় বেতন দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায়।”

নার্সিং পেশার ক্ষেত্রেও তিনি বলেন, “যদি নার্সিং এবং ভাষার দক্ষতা একত্রিত হয়, তবে ইউরোপের যে কোনো দেশে চাকরির সুযোগ রয়েছে। তবে আমাদের শিক্ষার মান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে।”

সভায় উপদেষ্টা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলা সম্পর্কিত নানা বিষয়েও আলোচনার গুরুত্ব দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

২০০৯ সালের বিডিআর হত্যা মামলার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমের নাম উঠে আসায় তাঁকে পদ থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে।

১ ঘণ্টা আগে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাবেক এক রাষ্ট্রপতি নিজ এলাকায় প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করলেও সেখানে টেম্পু ছাড়া আর কোনো যানবাহন চলে না।

২ ঘণ্টা আগে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সবচেয়ে কম বেতনের চাকরিতে যেসব লোক কাজ করে তারা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খরচে পড়ে। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান

৫ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ায় অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ও হালনাগাদ ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

৫ ঘণ্টা আগে