আসাদুজ্জামান খানের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসে রায়ের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়টি ছয়টি ভাগে বিভক্ত। ট্রাইব্যুনালের বিবরণ অনুযায়ী, শেখ হাসিনা ও দুই আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, এক অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের শেষ অংশ পড়া শুরু করেন। এতে তিন আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানের পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলার সাক্ষাৎকার ও বিভিন্ন বিবরণে অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্যের তথ্যও তুলে ধরা হয়েছে।

ট্রাইব্যুনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি ব্যবহারের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। বিভিন্ন অডিও-ভিডিও প্রমাণের মাধ্যমে ঘটনা তুলে ধরা হয়। ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া ও রংপুরে কীভাবে শুটিং চালানো হয়েছে, তারও বিবরণ উপস্থাপন করা হয়।

মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের অংশও ট্রাইব্যুনালে পড়া হয়। বেলা সোয়া একটায় গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার ফোনালাপ শোনা হয়। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপও উপস্থাপন করা হয়।

বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনাল থেকে সরাসরি রায় সম্প্রচার করছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের এই মামলায় রায় প্রদানের এটি প্রথম ঘটনা।

মামলার প্রধান আসামি হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন।

মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে:

১. উসকানিমূলক বক্তব্য প্রদান,

২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ,

৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,

৪. রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা,

৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ঢাকার শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ব্যক্তি ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

১৫ ঘণ্টা আগে

ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনারে হাদিকে গুলিকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতের একটি ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

১৮ ঘণ্টা আগে

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স, যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহন করছে। তার সঙ্গে ছিলেন দুই ভাই, যারা চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা করছেন।

১৮ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের রেকর্ডসংখ্যক উপস্থিতি হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২০০৮ সালের পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্য

১৯ ঘণ্টা আগে