১০৬ মামলার চার্জশিট সম্পন্ন, ছাত্রজনতার আন্দোলনে পুলিশি তৎপরতা বৃদ্ধি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে এ পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারার মামলা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চার্জশিটকৃত হত্যা মামলাগুলো বিতরণ করা হয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। অন্যান্য ধারার ৭৫টি মামলার তদন্তও সমাপ্ত হয়েছে এবং তা সংশ্লিষ্ট জেলা ও মেট্রোপলিটন পুলিশে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ছাত্রজনতার আন্দোলনের সময় দায়েরকৃত সকল মামলার যথাযথ তদন্ত ও অপরাধীদের বিচারে আনা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন। এছাড়া, ফৌজদারী কার্যবিধির ১৭৩(ক) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২,৮৩০ জনকে আদালতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ দৃঢ়ভাবে জানিয়েছে, বাকি মামলাগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

শুধু কার্যক্রম নয়, পুলিশ দেশের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখার প্রতিশ্রুতিতেও অটল অবস্থান নিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ঢাকার শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ব্যক্তি ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

১৫ ঘণ্টা আগে

ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনারে হাদিকে গুলিকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতের একটি ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

১৮ ঘণ্টা আগে

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স, যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহন করছে। তার সঙ্গে ছিলেন দুই ভাই, যারা চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা করছেন।

১৮ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের রেকর্ডসংখ্যক উপস্থিতি হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২০০৮ সালের পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্য

১৯ ঘণ্টা আগে