ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে: হারুন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৮
Thumbnail image
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, আর ফিরে আসার সম্ভাবনা নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদী শাসন বিদ্যমান ছিল, গত জুলাই-আগস্টে এই স্বৈরাচারী শাসক বিদায় হয়েছে। আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ঐ নৌকা আর কোনোদিন জেগে উঠবে না।

বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেটিকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর কোনো বিতর্কের জন্ম দেবেন না। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে, এসব বিতর্কের জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন।

ইহুদি কর্তৃক ফিলিস্তিনিদের ওপর চালানো হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা রয়েছে উল্লেখ করে হারুন বলেন, ফিলিস্তিনের গাজায় ইহুদিরা যে হত্যাকাণ্ড চালাচ্,ছে তার পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে। কিন্তু, যখন ফিলিস্তিনে ইহুদি কর্তৃক হত্যাযজ্ঞ চালানো হয়, জাতিসংঘে যখন এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়।

গাজায় চালানো হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। প্রবাসে আমাদের যেসব ভাইয়েরা রয়েছেন, তারা যাতে ফিলিস্তিনিদের আর্থিক সহয়তা করে। আমরা মুসলমানরা ভাই ভাই। আমাদের এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লাইন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিক্রিয়া নিয়ে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উত্তাপ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

৫ দিন আগে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, আর ফিরে আসার সম্ভাবনা নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা ব

৭ দিন আগে

নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না।

১০ দিন আগে

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

১০ দিন আগে