পাইরেসি হলেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে- শাকিব খান

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বাংলা সিনেমা “তান্ডব“ নিয়ে ব্যাপক উত্তেজনা দর্শকমহলে। সিনেমাটি মুক্তির পরপরই সমগ্র দেশে আলোচনার জন্ম দিয়েছে। তবে মুক্তির পরপরই এটি পাইরেসির শিকার হয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, পাইরেসি হলেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে।

শাকিব খান বলেন, ‘পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না—কিন্তু বাস্তবে উল্টোটা হয়েছে। ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, ‘তাণ্ডব’ গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত সবখানে দর্শককে মুগ্ধ করছে। দেশবিদেশে যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগাচ্ছে।’

তিনি পাইরেসির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। এর উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।’

শাকিব খান দেশের সিনেমাপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে কিছু কুচক্রী মহল সবসময় সক্রিয় থাকে। ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও এমন হয়েছে। বাংলাদেশের সিনেমা আজ সারা বিশ্বে সম্মানের সঙ্গে চলছে, তখনই এই বাজে মহল চায় আমাদের সিনেমা ধ্বংস হোক, যেন আমরা ভালো সিনেমা না বানাতে পারি।’

শাকিব খান আরও বলেন, ‘যে জাতির সাংস্কৃতিক দিক উন্নত হয়, সেই জাতি উন্নত হয়। আমরা আমাদের সিনেমা আর সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। কিন্তু দেখুন, ‘বরবাদ’-এর সময় যেমন পাইরেসি হয়েছিল, এবার ‘তাণ্ডব’-এ আরও আগে পাইরেসি করে দেওয়া হয়েছে।’

তিনি দৃঢ় কণ্ঠে জানান, সব বাধা অতিক্রম করে বাংলা সিনেমা এগিয়ে যাবে, আর দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

২ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

২ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

৩ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে