বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। আপাদমস্তক চলচ্চিত্রনিমগ্ন মানুষ বলতে যা বোঝায়- নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান-জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে।
অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের।
মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
সম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে, কথাটা তাকেও বলেছিলাম।’
শিল্পীদের নিয়ে গর্ব করেই কথা শেষ করেন এই অভিনেতা, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালো লাগে। আমি কেন ছোট করে দেখব?’
মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার ঘটনার কথাও স্মরণ করেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘লন্ডনে একবার উনার সঙ্গে সফরে গিয়েছি। হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি—উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার-ফাস্টফুড খেয়ে ক্লান্ত। তারপর বলেন, “এই যে এখানে।” দেখি আমরা চারশ কিলোমিটার রওনা হলাম ভাত খেতে! আমি বললাম, মান্না ভাই, ভাতের জন্য এত দূর যেতে হবে? উনি হেসে বললেন, “বুঝ না, ভাত খাব তো!” এই ছিলেন মান্না ভাই—একজন প্রাণোচ্ছল, সরল মানুষ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক।

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। আপাদমস্তক চলচ্চিত্রনিমগ্ন মানুষ বলতে যা বোঝায়- নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান-জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে।
অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের।
মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
সম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে, কথাটা তাকেও বলেছিলাম।’
শিল্পীদের নিয়ে গর্ব করেই কথা শেষ করেন এই অভিনেতা, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালো লাগে। আমি কেন ছোট করে দেখব?’
মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার ঘটনার কথাও স্মরণ করেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘লন্ডনে একবার উনার সঙ্গে সফরে গিয়েছি। হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি—উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার-ফাস্টফুড খেয়ে ক্লান্ত। তারপর বলেন, “এই যে এখানে।” দেখি আমরা চারশ কিলোমিটার রওনা হলাম ভাত খেতে! আমি বললাম, মান্না ভাই, ভাতের জন্য এত দূর যেতে হবে? উনি হেসে বললেন, “বুঝ না, ভাত খাব তো!” এই ছিলেন মান্না ভাই—একজন প্রাণোচ্ছল, সরল মানুষ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক।


দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
২ দিন আগে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
২ দিন আগে
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
৩ দিন আগে
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে
৪ দিন আগেদক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে