খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি

দেশে ফিরছেন জুবাইদা রহমান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গুরুতরভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রস্তুতি চলছে। এ প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

উচ্চ পর্যায়ের বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করে তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স সরবরাহে তারা প্রস্তুত।

এর আগে, গত ২৩ নভেম্বর গুরুতর ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দল জানায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এই সময় বাংলাদেশি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ডে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলও যোগ দিয়েছে। বুধবার এই বোর্ডের একজন সদস্য হিসেবে জুবাইদা রহমান চিকিৎসা পর্যবেক্ষণে অংশ নেন।

এর মধ্যে দেশে এবং বিদেশে চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা জানান, বর্তমানে তার শারীরিক অবস্থাকে “স্থিতিশীল” মনে করা হচ্ছে, যদিও আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে।

এদিকে, সরকার শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

১৪ জন চিকিৎসক ও ব্যক্তিগত সহকর্মী থাকবেন, যাদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন,

৮ ঘণ্টা আগে

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবালকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে দল

৯ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকায় নতুন করে যুক্ত হলো আরও ৩৬টি আসন

৯ ঘণ্টা আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব

১১ ঘণ্টা আগে