হাসপাতালে এসএসএফ নিরাপত্তা শুরু

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৯
Thumbnail image
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ মর্যাদা পেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তী নির্দেশনাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শয্যার পাশে নেয়া হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফ।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ২৩ নভেম্বর থেকে নিবিড় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির মুখে পড়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান—খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব ও মর্যাদা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে নিশ্চিত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিবার ও দল সিদ্ধান্তটির বিষয়ে অবগত।

বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকার ঘোষিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র নিরাপত্তা নিশ্চিত করাই এসএসএফের দায়িত্ব। প্রয়োজন হলে এই বাহিনী তল্লাশি, গ্রেপ্তার ও গুলিবর্ষণের মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরেও এই বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়।

অতীতে ২০০৮ সালের নির্বাচনের সময় স্বল্পকালীন জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে বিশেষ নিরাপত্তা সুবিধাটি বাতিল করেছে।

এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতীয়ভাবে তাঁর সুস্থতার জন্য আহ্বান জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, ক্ষমতার লোভে কিছু রাজনীতিক এমন অন্ধ হয়ে গেছে যে তারা ‘সংস্কার কিংবা দৃশ্যমান বিচার নয়, শুধু ক্ষমতায় যাওয়াকেই লক্ষ্য বানিয়েছে—তারা একবার নয়, ডাবল পাগল হয়ে গেছে

৩৫ মিনিট আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে সমমনা আট দলের কোনো আপত্তি নেই

১ ঘণ্টা আগে

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির উদ্যোগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন

১ ঘণ্টা আগে

মিথ্যা অপপ্রচার ও সাজানো যোগদান নাটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পানছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

২ ঘণ্টা আগে