বাংলাদেশ

আবারও বন্ধ হয়ে গেল যমুনা সারকারখানার উৎপাদন

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরের যমুনা সারকারখানার উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমে ৮ কেজির নিচে নেমে যাওয়ায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বুস্টার ট্রিপ করে উৎপাদন বন্ধ করতে হয়েছে। নিয়মিত উৎপাদন চালানোর জন্য ১০ কেজি চাপের গ্যাস প্রয়োজন।

কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন,

“দুইগুণ দামে গ্যাস কিনেও নিরবচ্ছিন্ন উৎপাদন সম্ভব হচ্ছে না। চুক্তি অনুযায়ী গ্যাসের চাপ সরবরাহ করা হচ্ছে না। এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শিল্প ক্ষতির মুখে পড়ছে।”

কেপিআই-১ ইউনিটে স্বাভাবিক উৎপাদন হলে দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব। গ্যাস চাপ কমার কারণে এখন ৬০০–৭০০ মেট্রিক টন সার প্রতিদিন উৎপাদন থেকে বাদ যাচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সংঘটিত ঘটনায় গ্রেফতার দুই

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুই পক্ষ থেকেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মংশিতু মারমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করেন। অপরদিকে মোছা. খাদিজা ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। খাদিজার মামলার এজাহারভুক্ত আসামিরা ইতোমধ্যে জামিন পেয়েছেন। পুলিশ জানায়, কাগজপত্র যাচাই করে দেখা গেছে, উভয় পক্ষের দাবিকৃত জমির দাগ ও চৌহদ্দির মধ্যে কোনো মিল নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।  

খাগড়াছড়ি জানুয়ারী ২২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

আবারও বন্ধ হয়ে গেল যমুনা সারকারখানার উৎপাদন

ছবি: প্রতিনিধি

শেরপুর সীমান্তের চোরাকারবার সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধণা

মৃত ব্যক্তি সহকারী প্রিজাইডিং অফিসার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলায় দেড় বছর আগে মারা যাওয়া চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আব্দুল করিমকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস থেকে গণভোট ও সংসদ নির্বাচনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের তালিকা প্রেরণ করা হলে ২৮০ নম্বর ক্রমিকে তার নাম দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় ও সামাজিকভাবে সমালোচনা শুরু হয়েছে। মাদ্রাসার সুপার মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে এবং মৃত শিক্ষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

দেওয়ানগঞ্জ, জামালপুর জানুয়ারী ২২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে একটি ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

ছবি:প্রতিনিধি

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি:প্রতিনিধি

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ছবি: প্রতিনিধি
ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫৬ ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, দলীয় নেতাকর্মী, প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (গণ অধিকার পরিষদ, ট্রাক), ফখর উদ্দিন আহমেদ (বিএনপি, ধানের শীষ), মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র, হরিণ), জাহিদুল ইসলাম (এনসিপি, শাপলা কলি) এবং মো. মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)। ভালুকা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। 

ভালুকা, ময়মনসিংহ জানুয়ারী ২২, ২০২৬ 0

মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবের মাধ্যমে শিশুদের স্কুলে বরণ

ছবি: প্রতিনিধি

শীতার্তদের পাশে দাড়িয়েছেন প্রশাসন ক্যাডারের মামুনুর রশিদ মামুন

0 Comments