অপরাধ

বাগেরহাটের যাত্রাপুরে বাথরুম থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

Icon
বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের যাত্রাপুর গ্রামে একটি বাড়ির বাথরুম থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মুসলিমা খাতুন সিমা (২৮)। তিনি ওই এলাকার আসাদ শেখের স্ত্রী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পারিবারিক সূত্রে জানা গেছে নিহত নারী মানসিক রোগে ভুগছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামালসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

রাজধানী ঢাকার, গুলশান ১ এ, কনকর্ড রিয়েল এস্টেটের একটি সুউচ্চ নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়া লোহার রড মাথায় ঢুকে প্রাণ হারানো 'আশফাক চৌধুরি পিপলু নামে এক পথচারী।  এ মৃত্যুর ঘটনায় তাঁর শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার বাদি হয়ে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেয়ারম‍্যান এস এম কামাল উদ্দিন, প্রজেক্ট ইনচার্জ আল আমিন সহ অজ্ঞাত ১০/১২ জন ব্যক্তির নামে, দণ্ডবিধির ৩০৪ক ধারা অনুযায়ী অবহেলাজনিত কারণে মৃত্যুর অপরাধে মামলা দায়ের করেছেন। কিন্তু এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়ায়। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে গুলশানে ওই নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে  আশফাকের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্র সহ এক মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা, যুবক আটক

ছবি: প্রতিনিধি

শেরপুর সীমান্তে টানা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: প্রতিনিধি
রংপুরে চোর সন্দেহে গণপিটুনীতে দু’জনের মৃত্যুর মামলায় আসামী মেহেদী গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মেহেদী হাসান (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতার মেহেদী হাসান তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার ইছাহাক আলীর ছেলে। র‌্যাব জানায়, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে সয়ার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস ও তার জামাই প্রদীপ লালকে চোর সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই রুপলাল মারা যান এবং প্রদীপ লাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১০ আগস্ট রুপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ যৌথ অভিযানে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগ থেকে প্রধান আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

রংপুর ব্যুরো জানুয়ারী ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জলঢাকায় 'মাদক সম্রাট' কিবুসহ গ্রেফতার-২

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের যাত্রাপুরে বাথরুম থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের লাশ

নিহত ফজলে রাব্বি
সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কলেজছাত্রের হাত–পা বাঁধা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক কলেজছাত্রের হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি (২২) চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। তিনি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহের সূত্র ধরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার কেজি জাটকা জব্দ

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে ভূমি বিরোধে সংঘর্ষে আহত বিমল ত্রিপুরার মৃত্যু, দুজন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩

0 Comments