আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার।
যাচাই-বাছাইয়ে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে ৫ জন, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে ৭ জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ৪ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপির মো. হাবিবুল ইসলাম (হাবিব) ও ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম।
সাতক্ষীরা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল খালেক, বিএনপির মো. আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, এবি পার্টির জিএম সালাউদ্দীন, বাংলাদেশ জাসদের মো. ইদ্রিশ আলী, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম এবং এলডিপির শফিকুল ইসলাম সাহেদ।
সাতক্ষীরা-৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাসার, জাতীয় পার্টির মো. আলিফ হোসেন, বিএনপির কাজী আলাউদ্দীন ও বিএমজেপির রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ আসনে বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বিএনপির মো. মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলনের এসএম মোস্তফা আল মামুন।
সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের জোন চেয়ারপার্সন লায়ন কহিনুর বেগম। লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. রেজাউল হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য ক্লাব নেতা ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অসহায় ও দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এদিন সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক মানুষ উপকৃত হন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইন থেকে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে খুচরা সার ডিলার আবু সালেহকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ জানুয়ারি) নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ডিলারের দোকান থেকে অনলাইনে কেনা ১০ বস্তা ভেজাল সার জব্দ করে এবং তা বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনলাইনে সার ক্রয় ও বিক্রয় আইনত অনুমোদিত নয় এবং এ ধরনের কর্মকাণ্ড কৃষি ও কৃষকদের জন্য ক্ষতিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অনুমোদনবিহীন সার ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। শনিবার (১০ জানুয়ারি) বোদা সরকারি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় গ্রাম পুলিশদের গণভোটের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং এর সম্ভাব্য সুফল ও কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় জনগণকে বিষয়টি জানাতে পারেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের সরাসরি মতামত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, সংসদীয় কমিটিতে নির্বাচিত সভাপতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং উচ্চকক্ষ গঠনের মতো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট সেবা বন্ধ না করা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সীমিত করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাও গণভোটের গুরুত্বপূর্ণ লক্ষ্য। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আল্লাহ হোসেন ও বোদা থানার এক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।